আগামী ১৭ই এপ্রিল, WhatsApp-এ লাগু হচ্ছে নতুন নিয়ম!

Advertisement

করনা ভাইরাসের সংক্রমনের ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী চেয়েও ভয়ংকর বলে ব্যাখ্যা করেছেন।করণা ভাইরাসের জর্জরিত দেশের নাগরিকদের সতর্ক থাকার সঙ্গে আতঙ্কিত না হতে অনুরোধ করছেন প্রধানমন্ত্রী এবং বাংলাতেও বারবার একই আর্জি জানাচ্ছেন মুখ্যমন্ত্রীও।
তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ছড়িয়ে পড়ছে একাধিক গুজব আর ভ্রান্ত ধারণা। যা আতঙ্ক সৃষ্টি করছে মানুষদের মধ্যে।কি করা উচিত কি উচিত নয় সেই নিয়ে নানা মুনির নানা মত এর মত হাজারো কথা ভেসে বেড়াচ্ছে যার ফলে বিভ্রান্তে পরছেন মানুষেরা। এই পরিস্থিতিতে ভুল খবর প্রচার রুখতে প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছেন কিন্তু তাও যথেষ্ট নয় আর সেই কারনেই এবার উদ্যোগী হয়েছেন হোয়াটসঅ্যাপের কর্তৃপক্ষ।

Advertisements

বিশ্বের করোনা পরিস্থিতির মধ্যে ভুয়ো ম্যাসেজ ছড়িয়ে দেওয়া বন্ধ করতে উদ্যোগী হল খোদ হোয়াটসঅ্যাপ। করোনার কাল বেলায় একসঙ্গে শুধু একটি চ্যাটে ম্যাসেজ ফরওয়ার্ড করার নিয়ম জারি করলো মার্ক জুকেরবার্গ। প্রসঙ্গত আগে একসাথে পাঁচটি চ্যাট এ ম্যাসেজ ফরওয়ার্ড করা যেত।

Advertisements

কিন্তু বিবৃতিতে সংস্থা জানিয়েছে মেসেজ ফরওয়ার্ড করার নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। আপাতত একটি ম্যাসেজ একসঙ্গে একজনকে পাঠানো যাবে যা আগে পাঁচজনকে পাঠানো যেত ।হোয়াটসঅ্যাপে তরফে জানানো হয়েছে 17 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে প্রত্যেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর জন্যই এই নিয়ম কার্যকরী যদিও করোনা পরিস্থিতির জন্য এই নিয়ম সাময়িক কিনা তা জানানো হয়নি।

Related Articles