খেলা

বিরাটের এক বছরের আয় শুনলে চমকে উঠবেন! কত আয় করলেন কোহলি?

মাত্র ৩২ বছর বয়সে এত পরিমাণ অর্থ রোজগার করতে কত জনই বা পেরেছেন?

Advertisement
Advertisement

ভারতের জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। আজ তাঁর জন্মদিন। আর আজকে তিনি ৩২ বছরে পা দিলেন। তবে এইদিনেই এক বিরাট তথ্য সামনে এসেছে। যা জানলে আপনি নিশ্চই অবাক হবেন। এইবছর বিরাটের আয়ের পরিমান ১৯৩ কোটি ৫ লক্ষ টাকা! একেবারে চমকে গিয়েছেন, তবে এটাই সত্যি।

মাত্র ৩২ বছর বয়সে এত পরিমাণ অর্থ রোজগার করতে কত জনই বা পেরেছেন? তবে শুধু এইবছরই যে তিনি এত অঙ্কের টাকা উপার্জন করেছেন এমনটা নয়। ২০১৯ সালে Forbes পত্রিকার পরিসংখ্যান বিরাট কোহলিকে সবচেয়ে ধনী ১০০ অ্যাথলিটের তালিকাভুক্ত করেছিল। আর এইবছর ২০২০ সালের নিরিখে বিশ্বে সবচেয়ে ধনী খেলোয়াড়দের মধ্যে ৬৬ নম্বরে রয়েছে কিং কোহলির নাম।

সূত্রের খবর অনুযায়ী, ২০১৯ সালে তাঁর বার্ষিক উপার্জনের অঙ্কটা ছিল ১৮৫ কোটি ৫৭ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা। আর এবছরে সেই অর্থের পরিমাণ বেশ খানিকটা বেড়েছে। আর তাঁর সাথেই এই পরিসংখ্যানে অনেকটাই এগিয়েছেন তিনি। এবার অনেকেই মনে ভাবছেন এই লকডাউনের মধ্যেও এত টাকা কথা থেকে এল?

জানা গিয়েছে, ১৪ কোটি ৮৪ লক্ষ ৯৫ হাজার টাকা তিনি ক্রিকেট খেলে উপার্জন করেছেন। আর বাকি টাকার সবটাই এসেছে বিজ্ঞাপন থেকে। এই টাকার পরিমাণ ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞমহল। উল্লেখ্য, আজকের এই বিশেষ দিনে তিনি জন্মদিন পালন করেছেন দুবাইয়ে স্ত্রী অনুষ্কা ও সতীর্থদের সাথে।

 

 

Related Articles