খোলা মাঠেই ‘নাটু নাটু’ গানে উদ্দাম নাচ বিরাট কোহলির, প্রশংসায় ভক্তরা
এবার ‘নাটু নাটু’ গানে নেচে সকলকে মুগ্ধ করলেন জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি! ক্রিকেটের মাঠেই তাকে এই গানে নাচতে দেখা গিয়েছে। সম্প্রতি সেই ভিডিও পোস্ট করা হয়েছে ‘আরআরআর’ সিনেমার ট্যুইটার হ্যান্ডেল থেকে। বর্তমান এই গানের জ্বরে কাবু গোটা ভারতবর্ষ। কারণ, ৯৫ তম অ্যাকাডেমী অ্যাওয়ার্ডস’এর মঞ্চে সেরা অরিজিনাল সং বিভাগে পুরস্কার পেয়েছে এই গানটি।
বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছে রাজামৌলি পরিচালিত এই সিনেমা। যেখানে অভিনয় করেছেন রামচরণ, জুনিয়ার এনটিআর-সহ প্রমুখ তারকারা। তবে শুধু অস্কারই নয় এর আগেও একাধিক পুরস্কার পেয়েছে এই গানটি। সিনেমাটি মূলত তৈরি হয়েছে সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে। দেশের বাইরেও সিনেমাটি সমান জনপ্রিয়তা লাভ করেছে।
আর এবার এই গানের অস্কার জয়ের আনন্দে উচ্ছ্বসিত গোটা ভারতবর্ষ। সেই গানেই নাচতে দেখা গেল বিরাটকে। আসলে গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। শুরুতেই ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া, আর ফিল্ডিং করার সময়ই আচমকা ‘নাটু নাটু’ গানের স্টেপ করতে দেখা যায় তাকে। খেলার মাঠে নাচা এই ক্রিকেটারের একটি বৈশিষ্ট্য হয়ে গিয়েছে।
King Kohli dancing on @AlwaysRamCharan #NaatuNaatu song on the field🤙🔥@imVkohli #ViratKohli #GlobalStarRamCharan pic.twitter.com/BNIRu7QIjH
— SIDDHUCHEETAH (@Siddhucheetah) March 17, 2023
কারণ, মাঝেমধ্যেই একাধিক ম্যাচে নাচের স্টেপ করতে দেখা যায় তাকে। আসলে দর্শকদের মনোরঞ্জনের জন্য মাঝেমধ্যে এমনটা করে থাকেন বিরাট। এবারেও তেমনটাই দেখা গিয়েছে। তার নাচের এই ভিডিও ‘আরআরআর’ টিমের পক্ষ থেকে ট্যুইটারে শেয়ার করা হয়েছে। যেটা দেখার পর মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।