খেলা

ভারতীয় বায়ুসেনায় রাফাল অন্তর্ভুক্ত হওয়াতে অভিনন্দন জানিয়ে ট্যুইট ধোনির, কি বললেন ক্যাপ্টেন কুল?

এই ফরাসি যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিতে খুব উচ্ছ্বসিত ‘ক্যাপ্টেন কুল’মহেন্দ্র সিংহ ধোনি। ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলও।

Advertisement
Advertisement

লাদাখে ভারত-চীন সংঘাতের মধ্যেই আজ অর্থাৎ বৃহস্পতিবার বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। হরিয়ানার অম্বালা বিমানঘাঁটিতে এই রাফাল যুদ্ধবিমানগুলো ভারতীয় বায়ুসেনায় যোগ দেয়। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে। এছাড়া চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া, প্রতিরক্ষা সচিব অজয় সচিব-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আর এই ফরাসি যুদ্ধবিমানের অন্তর্ভুক্তিতে খুব উচ্ছ্বসিত ‘ক্যাপ্টেন কুল’মহেন্দ্র সিংহ ধোনি। ইন্ডিয়ান টেরিটোরিয়াল আর্মির সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেলও! বর্তমানে তিনি আইপিএলের প্রস্তুতি পর্বে দুবাইতে রয়েছেন। এর এই সময় তিনি দুটি ট্যুইট করেন। প্রথম টুইটে তিনি লেখেন যে বিশ্বের সেরা মানের ৪.৫ জেনারেশন যুদ্ধবিমান চূড়ান্ত অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্বের সেরা পাইলটদের পেল। দেশের পাইলটদের হাতে এবং ভারতীয় বায়ুসেনার বিভিন্ন বিমানের সংযুক্তিতে শক্তিশালী পাখির মারণ ক্ষমতা আরও বাড়বে বলে তিনি মনে করছেন।

তিনি আরেক টুইটে বলেন যে তিনি আশা করছেন যে মিরাজ ২০০০-এর সার্ভিস রেকর্ডও ছাপিয়ে যাবে রাফাল। এর পাশাপাশি তিনি তাঁর প্রিয় যুদ্ধবিমানের কথাও উল্লেখ করেছেন। চেন্নাই সুপার কিংস অধিনায়কের পছন্দের বিমান হল সুখোই ৩০এমকেআই।

Related Articles