খেলা

বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি, কি জানালেন বোর্ড প্রেসিডেন্ট

Advertisement
Advertisement

পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়তে চায় না বিরাটের। এবার এই বিতর্ক গড়ালো বিসিসিআই প্রেসিডেন্ট অবধি। কোহলির অস্ট্রেলিয়া সিরিজের মাঝে পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিরাটের দেশে ফিরে আসা নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই বিতর্ক। কপিল দেব, সুনীল গাভাস্করের মত লেজেন্ডারি প্রাক্তন ক্রিকেটাররা কেউই বিরাটের এই সিদ্ধান্তকে সমর্থন জানাতে পারেননি।

সোশ্যাল মিডিয়ায় কয়েক মাস আগে বাবা হওয়ার খবর জানিয়েছিলেন বিরাট। সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কার পাশে থাকতে চেয়ে জানুয়ারী মাসে চেয়ে বোর্ডের কাছে আবেদন করেন ভারত অধিনায়ক। জানুয়ারীতে সেই সময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের মাঝেই দেশে ফিরে আসার আবেদন করেন বিরাট। অ্যাডিলেডে গোলাপি বলের দিন-রাতের টেস্ট খেলেই ভারতে ফিরতে চান তিনি।

ভারতীয় টিমের অ্যাগ্রেসিভ ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় জুড়ে নেটিজেনদের সমালোচনার ঝড় উঠেছিল। ভারতীয় দলের হেড স্যার শাস্ত্রী তাঁর সেনাপতিকে সমর্থন জানালেও অপেক্ষা ছিল বোর্ড প্রেসিডেন্টের মন্তব্যের। এবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক অনুষ্ঠানে সৌরভ বলেন, “বিষয়টি ওঁর একান্ত ব্যক্তিগত ব্যাপার। বিরাট নিজের পছন্দমত সিদ্ধান্ত নিয়েছে। বিসিসিআই বিরাটের আবেদনে সাড়া দিয়ে তাঁকে ছুটি দিয়েছে। কোহলির ছুটি মঞ্জুর করেছে যখন বোর্ড, তখন তাতে আমার আর কিছু বলার থাকে না।”

অতীতে অনেক ক্রিকেটারই খেলার জন্য সন্তানসম্ভবা বউদের পাশে থাকতে পারেননি। অনেক প্রাক্তন ক্রিকেটার বিরাটের এই সিদ্ধান্ত নিয়ে অখুশি হলেও বিরাটের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয় ক্রিকেটার স্টিভ স্মিথ। প্রাক্তন অজি অধিনায়কের মতে, “বিরাটের সিদ্ধান্ত সম্মানের। প্রত্যেকেরই ক্রিকেট ছাড়াও একটা জীবন আছে। প্রথম সন্তান জন্মের সময় ও পাশে থাকতে চাইছে সেটা খুব ভালো।” কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন বিরাটের অনুপস্থিতি ভারতীয় দলকে সমস্যায় ফেলবে। কমে যেতে পারে সিরিজের জনপ্রিয়তা। বাকিটা সময় বলবে।

Related Articles