খেলানিউজ

সৌরভ গাঙ্গুলির বর্তমান অবস্থা কি? কি জানাল উডল্যান্ডস হাসপাতাল

Advertisement
Advertisement

আপাতত সুস্থ রয়েছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। শরীরচর্চা করার সময় শনিবার দিন সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর দেখা যায় তাঁর একটি মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে এবং তাঁর রক্ত সরবরাহকারী তিনটি ধমনীতে ব্লকেজ রয়েছে।

তার মধ্যে দুটিতে স্টেন্ট বসানো হয়েছে। তবে আপাতত প্রাথমিক উদ্বেগ কাটিয়ে ভালো আছেন সৌরভ। তাঁর করোনা পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসায় আপাতত স্বস্তিতে সকলে। রাতে ভাল ঘুম হয়েছে তাঁর। পালস রেট এবং রক্তচাপ স্বাভাবিক।

রবিবার সকাল পর্যন্ত কোন রকম শ্বাসকষ্টে ভুগছেন না তিনি। এটা জেনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে। যে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সৌরভ রয়েছেন তাঁদের তরফ থেকে জানানো হয়েছে আপাতত অক্সিজেন সাপোর্ট খুলে ফেলা হয়েছে তাঁর। তবে আগামী দু’দিন হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

যদিও শ্বাসকষ্টের সমস্যা নেই তাঁর। সকালের ইসিজি রিপোর্টও স্বাভাবিক। তবুও দু’দিন পর্যবেক্ষণে রেখে তাঁর অবস্থা পরীক্ষা করা হবে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে সকালে হালকা খাবার দেওয়া হয়েছে তাঁকে।

Related Articles