খেলা

এক বা দুই নয়, ২২ বার করোনা পরীক্ষা সৌরভ গাঙ্গুলির, কি জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট

করোনার জন্য বাতিল হতে চলেছিল আইপিএল। আর এটা বাতিল হলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তো বিসিসিআই।

Advertisement
Advertisement

করোনা ভাইরাসের দাপটে গত ১ বছরের মধ্যে বদল হয়েছে বহুক্ষেত্রে। এইবছর করোনার জন্য বাতিল হয়েছে অনেক কিছুই। বাতিল হয়েছে বিশ্বকাপও। তবে এত প্রতিকূলতার মধ্যেও এইবছর আইপিএল সম্পন্ন হয়েছে। ভারতে এইবছর আইপিএল না হলেও হয়েছিল আরব আমিরশাহিতে। তবে এই পথটা অতটা সহজ ছিল না। অনেক কঠিন পথ অতিক্রম করে তবেই কাজ করা সফল হয়েছে। আর আইপিএলের এই কঠিনতম অভিজ্ঞতার কথা নিজেই তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

করোনার জন্য বাতিল হতে চলেছিল আইপিএল। আর এটা বাতিল হলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তো বিসিসিআই। তবে এই সাফল্যের জন্য বিসিসিআইয়ের সকল সদস্যদের সত্যিই বাহবা দেওয়া প্রয়োজন। আর তার সাথেই এই সাফল্যের মূল কান্ডারি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সকলে ধন্যবাদ জানিয়েছেন। এই করোনা পরিস্থিতির মধ্যেও বিসিসিআইয়ের আয় হয় ৪ হাজার কোটি টাকা।

করোনা বিধি মেনে আইপিএল করা যে কতটা কষ্টকর তা নিজেই জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, “বোর্ডের কাজের জন্য তাঁকে অনেকবার দেশ বিদেশ ঘুরতে হয়েছে। এর জন্য গত সাড়ে চার মাসে ২২ বার করোনা টেস্ট করাতে হয়েছে। আমার পরিবারের এক সদস্যের করোনা ধরা পড়েছিল। সেই নিয়েও চিন্তায় ছিলাম।”  তাই প্রতিবার করোনা পরীক্ষার পরেই তিনি আতঙ্কে ছিলেন।

তিনি এটাও জানিয়েছেন যে আইপিএলের সময় কতবার কলকাতা ও দুবাই করতে হয়েছে। কাজের জন্য বারবার কলকাতা, দুবাইয়ে যেতে ভয় হতো। তবে কাজ করেছি। আর একবারও পজেটিভ হয়নি। প্রতিবার নেগেটিভ এসেছে। তাই স্বস্তি পেয়েছেন বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। এছাড়া এই দুইমাসের খেলাতে ৪০০ জন সুরক্ষা বলয়ের মধ্যে ছিল। আর প্রায় ৩০ থেকে ৪০ হাজার কোভিড টেস্ট করাতে হয়েছে। এই পথ মোটেই সহজ ছিল না বলে জানিয়েছেন তিনি। তবে এর পাশাপাশি সকলকে তিনি করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত সাবধানে থাকতে বলেছেন।

Related Articles