খেলাভাইরাল ভিডিও

হোলিতে ভারতীয় ক্রিকেটারদের রংবাজি! কোহলির কীর্তি দেখে হাঁ নেটিজেনরা

টিম বাসের মধ্যেই রং খেলায় মেতে উঠলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। যে ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। হোলি মানেই ভালোবাসার উৎসব। কাছের মানুষদের সাথে রং খেলায় মেতে ওঠে গোটা দেশবাসী। ব্যতিক্রমী নন ক্রিকেটাররাও, তাইতো পরিবার থেকে দূরে থাকলেও দলের সদস্যদের সাথে এই আনন্দে মেতে ওঠেন সকলে।

সেই ভিডিওই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দলের অন্যতম ক্রিকেটার শুভমন গিল।
আগামী ৯ তারিখ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও কঠিন ম্যাচ অপেক্ষা করছে। কিন্তু তার আগে এই সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে রংয়ের আনন্দে মেতে উঠেছিলেন সকলে। গিলের পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে মুখে আবীর মেখে রয়েছেন বিরাট এবং তিনি।

কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে অধিনায়ক রোহিত শর্মাকেও দেখা গিয়েছে পেছন থেকে দু’জনের মাথায় আবীর ছুঁড়তে। শুধু তাই নয় জনপ্রিয় গান ‘রং বরসে’র সাথে তাল মিলিয়ে নাচতেও দেখা গিয়েছে তাদের। টিম বাসের মধ্যেই চুটিয়ে আনন্দ উপভোগ করছিলেন তারা। তবে ভিডিওটা দেখে বোঝা গিয়েছে তারা অনুশীলনের সময় আবীর খেলে টিম বাসে করে ফিরছিলেন।

ভিডিওটি পোস্ট হওয়া মাত্র ভাইরাল ঝড়ের গতিতে। যদিও সেখানে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ যেমন তাদের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ কটাক্ষ করতেও ছাড়েননি। যেমন একজন লিখেছেন, ‘এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নিশ্চিত নয়। তাই এখন এই সস্তার আনন্দে গা না ভাসিয়ে মনোযোগী থাকা উচিত।’