ভারতকে করোনা মুক্ত করতে সচিনের ‘অক্সিজেন’, দেশের বিপদে ময়দানে নামলেন মাস্টার ব্লাস্টার

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ, ভয়াবহ পরিস্থিতির সাথে কঠিন লড়াই লড়ছে দেশবাসী, ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল গুলিতে নেই পর্যাপ্ত বেড, ফাঁকা নেই আইসিইউ, পাওয়া যাচ্ছে না অক্সিজেন, এমন অবস্থায় সকলেই নিজের সাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, আর এবার দেশ অক্সিজেন সংকট দুর করতে এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।
সচিন মিশন অক্সিজেন তহবিলে ১ কোটি টাকা দান করলেন। টুইট করে নিজেই জানালেন সেই খবর, সচিন টুইট করে লেখেন, ‘কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হয়েছেন প্রচুর মানুষ। ভেঙ্গে পড়েছে আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থাও। এই পরিস্থিতিতে প্রয়োজন প্রচুর অক্সিজেনের। দেখে ভালো লাগছে অনেকেই এই কঠিন সময়ে এগিয়ে এসেছেন।
সচিন বলেন, ২৫০ জনের ওপর যুবক যুবতি মিশন অক্সিজেন যোগ দিয়েছেন, এরা অর্থ সাহায্য করছে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর নিয়ে আসার জন্য, আমিও ওদের সাহায্য করলাম, আশা করি ভারতের বিভিন্ন হাসপাতালে খুব দ্রুত ভাবে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। ইতিমধ্যেই বেশ কিছু ক্রিকেট তারকা দেশের এই চরম পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন সচিন। ভারতের ক্রিকেটার ছাড়াও বিদেশের বিভিন্ন ক্রিকেট তারকাও ভারতের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন।