IPL শুরুর আগেই জোর ধাক্কা খেল RCB, গভীর চিন্তায় Virat Kohli

করোনাভাইরাস এর নতুন ঢেউ কার্যত ভেসে গিয়েছে মহারাষ্ট্র। আবার চোখরাঙানি দিচ্ছে করোনা ভাইরাস কিন্তু তারমধ্যে কড়া বিধির মধ্য দিয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2021 সালের আইপিএল ম্যাচ গুলি হবে বলে জানানো হয়েছে। আগামী 9 এপ্রিল থেকে শুরু হতে চলেছে 2021 সালের আইপিএল। টুর্নামেন্টের ব্যাট-বলের ভয়ানক যুদ্ধ দেখার অপেক্ষায় বসে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু এরমধ্যেই একটি খবরে মনখারাপ হয়ে গিয়েছে ক্রিকেট ফ্যানেদের।
আইপিএল শুরুর আগেই করোনা থাবা বসিয়েছিল ক্রিকেটারদের ওপর। ইতিমধ্যেই সিএসকে দলের কনটেন্ট টিমের একজন এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের 10 জনেরও মাঠকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। এবার মারন ভাইরাস থাবা বসাল বিরাট কোহলির দল আরসিবিতে।
আরসিবি তরুণ তারকা দেবদূত পাড়িকল এবার করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। আরসিবির তরফ থেকে বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। আইপিএল 2020-তে কোহলি দলের ওপেনিং এ প্রথমেই ভরসাযোগ্য স্থান করে নিয়েছিলেন কর্নাটকের এই ব্যাটসম্যান। 15 ম্যাচে 473 রান করেছিলেন। চলতি বছরে দুটি ঘরোয়া প্রতিযোগিতাতেও ভালোই খেলেছিলেন।
তাই 9 তারিখের এই আইপিএল এর মুম্বই ইন্ডিয়ান্সের ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেলায় তাকে নিয়ে আশাবাদী ছিলেন সবাই। কিন্তু দুঃখের বিষয় এই ম্যাচে পাওয়া যাবেনা দেবদূত পাড়িকলকে। এইবার আরসিবি, বিরাট, এবিডির কাছে বড়ো চ্যালেঞ্জ। সকলে নিজেদের নিয়ে আত্মবিশ্বাসীও ছিল কিন্তু করোনা ভাইরাসের থাবায় সব যেন উল্টোপালটা হয়ে গেল। আবার নতুন করে তৈরী করতে হচ্ছে টিমকে।