আন্তর্জাতিকখেলা

মাত্র ৩৬-এই শেষ ব‍্যাটিং, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে কালো দিন দেখাল বিরাট বাহিনী

Advertisement
Advertisement

এদিকে করোনা অতিমারী সারা বিশ্বকে কাবু করেছে, অন্যদিকে ভারতীয় ক্রিকেটের অবস্থা টালমাটাল। শনিবার অ্যাডিলেডে ভারতীয় ব্যাটিংকে রীতিমতো ধ্বংসের মুখে ফেললেন অস্ট্রেলিয়ার পেসাররা। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোরে থামতে বাধ্য হলেন বিরাট কোহলি এবং তাঁর টিম।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৭৪ সালে ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল অজিত ওয়াড়েকরের ভারত। কিন্তু শনিবার প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড যেই সেই কালো দিন আবার ফিরিয়ে আনলেন। আরও বড় আঘাত পেলো ভারতীয় ক্রিকেটের ইতিহাস।

মাত্র ৩৬ রানেই শেষ হলো ভারতের দ্বিতীয় ইনিংস। ভারতের তুখোড় ব্যাটসম্যানরা কেউই ১ অঙ্কের ঘর পেরোতেই পারলেন না। গত বারের সিরিজ জয়ের যে গর্ব নিয়ে টেস্ট সিরিজ খেলতে নেমেছিলেন বিরাটরা, তা যেন নিমেষেই গুঁড়িয়ে দিলেন কামিন্সরা।

প্রথম টেস্টের পর ভারতে ফিরে আসছেন নবীন অধিনায়ক। তার আগে দলকে এই অবস্থায় দেখার পর তিনিও মানসিকভাবে বিধ্বস্ত। গোলাপি বলের টেস্টে অজিদের জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। টসে জিতেও টেস্ট ম্যাচ প্রথমবার হারতে চলেছেন কোহলিরা। ২০২০ যেন সত্যিই বিষাক্ত এক বছর।

Related Articles