খেলাদেশনিউজ

Sourav-কে ফোন করলেন PM Modi, কেমন আছেন মহারাজ?

Advertisement
Advertisement

গত শুক্রবারই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। তখন থেকেই উদ্বেগ প্রকাশ করেছেন গোটা দেশের মানুষ এবং বিভিন্ন রাজ্যের ক্রীড়াবিদ, মন্ত্রী থেকে শুরু করে সেলিব্রিটিরাও। এবার সরাসরি মহারাজের শারীরিক অবস্থা জানতে তাঁকে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

গঙ্গোপাধ্যায় পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সকালে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ফোন করে মোদি তাঁর শারীরিক অসুবিধা, চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কেও খুঁটিয়ে জানতে চান৷ বলেন, দরকার পড়লে তাঁর চিকিৎসার ব্যবস্থা বিদেশেও করতে পারেন। দুজনের মধ্যে বেশ কয়েক মিনিট বার্তালাপ হয়।

দাদার অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই দিল্লি থেকে অমিত শাহ ফোন করে কৈলাস বিজয়বর্গীয়র থেকে সৌরভের স্বাস্থ্য সম্পর্কে খবর নেন৷ সৌরভের স্ত্রী ডোনার সাথেও কথাবার্তা বলেন তিনি।

প্রসঙ্গত শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ-ই নন, লতা মঙ্গেশকর থেকে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় থেকে সাধারণ মানুষ সকলেই উৎকন্ঠায় সৌরভের স্বাস্থ্য সম্পর্কে। সবার মনে প্রার্থনা, খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুক মহারাজ।

Related Articles