খেলা

IPL-এর সেরা ৫ অধিনায়কের নাম? দেখে নিন তালিকা

Advertisement
Advertisement

ইতিমধ্যেই বিসিসিআই চলতি বছরের আইপিএলের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষণা করেছে। প্রথমে নভেম্বরের প্রথম সপ্তাহেই ফাইনাল ফেলা হবে ভাবলেও পরে ফাইনালের দিন ক্ষণ পাল্টানো হয়। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএল শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর। তবে, এই সবের মাঝে বলুনতো জয়ের নিরিখে আপনার চোখে কে সেরা অধিনায়ক? জানিয়ে রাখি এত দিন পর্যন্ত আইপিএলের ফাইনাল হয়েছে রবিবার। কিন্তু এবারই ফাইনাল হবে সপ্তাহের একটি ব্যস্ত দিনে। এবার আসুন এক নজরে দেখে নিই আইপিএলের সেরা ৫ অধিনায়কের তালিকা।

প্রথমে চোখ রাখা যাক বিরাট কোহলির দিকে। কোহলি বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তবে, সে
২০১১ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন। নিজের অধিনায়কত্বের ১১০টি ম্যাচের মধ্যে ৪৯ টিতে জয় ও ৫৫টিতে হারের মুখ দেখতে হয়েছে বিরাটকে।

এবার আসি মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গে। সম্প্রতি ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন মাহি। যদিও ভারতীয় ক্রিকেটে তার অবদানের শেষ নেই। এখনও পর্যন্ত আইপিএলে ১৭৪ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা আইপিএলে সিএসকের অধিনায়ক ধোনি। জয় থাকলে তো পরাজয় থাকবেই। ধোনিকে পরাজয়ের মুখ দেখতে হয়েছে ৬৯টি ম্যাচে। সিএসকে ছাড়াও মাঝে দুটি মরসুম পুণেতে খেলেছিলেন ধোনি। তার মধ্যে ১০৪ টি ম্যাচে জয় পেয়েছেন।

এবার চোখ রাখা যাক অ্যাডাম গিলক্রিস্ট- র দিকে। ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পঞ্জাব দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন অজি তারকা অ্যাডাম গিলক্রিস্ট। ৩৯টি ম্যাচে হারের মুখ দেখতে হলেও তার অধিনায়কত্বে ৭৪টি ম্যাচে মধ্যে ৩৫টি ম্যাচে জয় ওর রেকর্ড রয়েছে।

সেরার তালিকা থেকে রোহিত শর্মাকে বাদ দিলে চলেনা। সবারই জানা ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ১০৪টি ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দিলেও ৬০ টিতে জয় পেয়েছে হিটম্যানের দল। আর ৪২ টিতে পরাজয় হয়েছে তার। এবার আসা যাক গৌতম গম্ভীরের প্রসঙ্গে। দিল্লি ও কলকাতার দলের হয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর আইপিএল খেলছেন। ১২৯টি ম্যাচে অধিনায়কত্ব করলেও ৭১টি ম্যাচে জয়ের মুখ দেখেছেন গম্ভীর। এবার আপনারা বলুন আপনাদের চোখে আইপিএলের সেরা ৫ অধিনায়ক কে?

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles