খেলাবিনোদন

‘প্রসব যন্ত্রনা উঠেছে অনুষ্কার, তাড়াতাড়ি শেষ করতে হবে খেলা’

Advertisement
Advertisement

একদিকে করোনা অতিমারীর জুজুকে কাবু বিশ্ব। আর অন্যদিকে কামিন্স-হ্যাজেলউড জুজুকে কাবু ভারতীয় ক্রিকেট। জুটিতে লুটি মনোভাবে জোর দিয়ে অ্যাডিলেডে ভারতীয় ব্যাটিংকে রীতিমতো দুরমুশ করলেন অজি পেসাররা। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসের কালো দিনে সর্বনিম্ন স্কোরে থামতে হল বিরাট কোহলি অ্যান্ড কোংকে।

১৯৭৪ সালের ৪২ রানে অলআউট হয়ে যাওয়া অজিত ওয়াড়েকরের ভারতের শোচনীয় দিনের ছবি আবার ফিরিয়ে আনলেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। আজকের অ্যাডিলেড টেস্ট বড় আঘাতের স্মৃতি চিহ্ন রূপে থেকে যাবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে, যে ম্যাচে মাত্র ৩৬ রানেই আটকে গেলো ভারতের দ্বিতীয় ইনিংস। ভারতের তুখোড় ব্যাটসম্যানেরা কেউই ২ অঙ্কের ঘরে পৌঁছতেই পারলেন না। গত বার সিরিজ জয়ের যে গর্ব নিয়ে টেস্ট সিরিজ খেলতে নেমেছিলেন বিরাটরা, তা যেন নিমেষেই গুঁড়িয়ে দিলেন কামিন্সরা। সর্বোচ্চ রান ৯ স্কোর করলেন ময়ঙ্ক আগরওয়াল।

আর ভারতীয় দলের এই বিশ্রী হারের পরই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা ও ট্রোলের মুখোমুখি হতে হয়েছে কোহলি ও কোং সহ বিরাট পত্নী অনুষ্কাকেও। বলিউড ডিভা এখন সন্তানসম্ভবা। জানুয়ারীতেই আসতে চলেছে সুখবর। ঘৃণ্য রুচির পরিচয় দিয়ে কিছু ভারতীয় ক্রিকেটপ্রেমী কদর্য ভাবে আক্রমণ করে বসলেন ‘ব্যান্ড বাজা বারাত’ খ্যাত নায়িকাকে। বিরাটকে শুনতে হল, “অনুষ্কার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে। হাসপাতাল যাওয়ার তাড়ায় তাড়াতাড়ি খেলা শেষ করলেন বিরাট।” আইপিএল হোক বা দেশের জন্য খেলা, বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য বারংবার এমন কুরুচিকর মন্তব্য শাণিত হয় অনুষ্কার দিকে। বিরুষ্কা বারংবার কড়া প্রতিক্রিয়া দিলেও যে এই প্ররোচনা একটুও কমেনি তা এদিনের ঘটনায় স্পষ্ট।

অ্যাডিলেডে গোলাপি বলে প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে ফিরে আসছেন অধিনায়ক। তার আগে দলকে এমন অবস্থায় দেখে মানসিকভাবে বিধ্বস্ত তিনি। গোলাপি বলের টেস্টে অজিদের জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। ২০২০ যেন সত্যিই বিষাক্ত এক বছর।

Related Articles