Advertisements

IPL-এর ইতিহাসে এই প্রথম, নয়া মাইলস্টোন গড়লেন বিরাট কোহলি

Advertisements

ইতিহাস গড়লেন কিং কোহলি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian premier League) রাজস্থান রয়্যালসের (Rajasthan royals) বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০০ রানের রেকর্ড গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (royal challengers Bangalore) দলের অধিনায়ক বিরাট কোহলি (virat kohli)।

গতকাল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টুর্নামেন্টের ১৬তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট এই বিরাট রেকর্ড টি গড়েন। বৃহস্পতিবার, রাজস্থান রয়্যালস এর বিরুদ্ধে মাঠে নামার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবি এর অধিনায়ক কোহলির ৬,০০০ রানের মাইলস্টোন স্পর্শ করতে দরকার ছিল মাত্র ৫১ রানের। যা কোহলি ইনিংসের ১৩তম ওভারে ৩৫ বল খেলেই করে ফেলেন।

এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান রয়েছে কিং কোহলির ঝুলিতেই। আরসিবি অধিনায়ক প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল এর ১৯৬টি ম্যাচে ৬০০০ রানের রেকর্ড তৈরি করলেন।

বিরাট ২০১৬ সালে ১৬ ম্যাচে ৯৭৩ রান গড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমস্ত রেকর্ড ভেঙ্গে দেন, যার মধ্যে ছিলো চারটি শতরান। অবশ্য ফাইনালে তার দলকে সানরাইজ়ার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কাছে হেরে যেতে হয়।

এই মুহূর্তে বিরাট আইপিএল টুর্নামেন্টে রান করার তালিকায় রয়েছেন সবথেকে ওপরে। তার রেকর্ডের কাছাকাছি রয়েছেন চেন্নাই সুপার কিংস (Chennai super kings) দলের অন্যতম ক্রিকেটার সুরেশ রায়না (Suresh Raina)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ব্যাটসম্যান রায়না ১৯৩টি ম্যাচে ৫,৩৬৮ রান করে বিরাটের রেকর্ডের কাছাকাছি দাড়িয়ে আছেন।

Related Articles