খেলা

ধোনিকে টপকে আইপিএলে অনন্য রেকর্ড গড়ল দীনেশ কার্তিক

রাজস্থানের বিরুদ্ধে চারটি ক্যাচ ধরায় দীনেশ কার্তিকের ক্যাচের সংখ্যা এখন ১১০।

Advertisement
Advertisement

গতকাল রাজস্থান রয়্যালসের সাথে প্লে অফে যাবার আগে শেষ ম্যাচ ছিল কেকেআরের। আর এই ম্যাচে রান করতে পারেননি প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক। কিন্তু এই ম্যাচেই ৪ টি ক্যাচ ধরে নতুন রেকর্ড গড়েছেন তিনি। তার মধ্যে একটি ক্যাচ হয়তো এ বারের আইপিএলের সেরা ক্যাচ। এদিন প্যাট কামিন্সের বলে প্রায় ৩ ফিট উঁচু থেকে লাফিয়ে ক্যাচ ধরেন ডিকে। আর এর জন্য তার সময় লেগেছিলো ০.০৭ সেকেন্ড। অর্থাৎ ৭ সেকেন্ডের অনেক কম।

আর তিনি এই ক্যাচ ধরে আউট করেছিলেন বেন স্টোকসকে। যা তাঁদের জেতার পথকে আরও মসৃণ করে দিয়েছিল। আর এই ক্যাচ ধরে এদিন নতুন রেকর্ডও করেছেন তিনি। উইকেট কিপার হিসেবে আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচ ধরার মালিক এখন দীনেশ কার্তিক। আর দিন তিনি টপকে গেছেন মাহিকেও।

রাজস্থানের বিরুদ্ধে চারটি ক্যাচ ধরায় দীনেশ কার্তিকের ক্যাচের সংখ্যা এখন ১১০। আর ধোনির ১০৯। তৃতীয় স্থানে রয়েছেন পার্থিব প্যাটেল, যার ক্যাচের সংখ্যা ৬৬। আর ৬৫ টা ক্যাচ ধরে ৪ নম্বরে আছেন নমন ওঝা। কার্তিকের এই দুরন্ত ক্যাচের জন্যই হয়তো কলকাতার পক্ষে ম্যাচ জেতা সম্ভব হয়েছে। তাঁর কারণ বেন স্টোকস দারুণ ফর্মে ছিলেন। এর আগের ম্যাচগিলিতে অনেক রান করেছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন তিনি। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেছিলেন।

গতকালও তিনি ভালোই খেলতেন, আর ম্যাচটাকে জিতিয়ে দিতে পারতেন। যদিনা ওই দুর্দান্ত ক্যাচটা ডিকে ধরতে পারতেন। আর ক্যাচের পরেই কার্তিকের প্রশংসা করে কলকাতা অধিনায়ক অইন মর্গ্যান বলেন, ‘‘দারুণ ক্যাচ ধরেছে ডিকে। কেউ যদি এরকম ক্যাচ ধরে, তা হলে সেটা তাঁরই উইকেট। এটা কিপারের ক্যাচ, কিপারের উইকেট।’’ এইবছর রান করতে না পারলেও ম্যাচকে জিততে সাহায্য করেছেন দীনেশ কার্তিক। এটা আর বলতে বাকি রাখে না।

Related Articles