IPL-এর আগেই হয়ে গিয়েছে ধোনির ছেলের নামকরণ, কি হল মাহি পুত্রের নাম? দেখুন ভিডিও

এবারের আইপিএলে দারুন ফর্মে আছে ধোনির সিএসকে। ২০২০-তে আইপিএলে সিএসকে এর খারাপ পারফরম্যান্স থাকলেও এবছর আইপিএলে সেই ঘাটতি মিটিয়ে দিয়েছে টিম। প্রথম ম্যাচে ছন্দপতন ঘটলও পরের ম্যাচগুলো দারুন খেলছে টিম, দলকে পুরনো ছন্দে দেখে সিএসকে এর ভক্তরাও দারুন খুশি।
আট থেকে আশি সকলেই ক্যাপ্টেন কুল ধোনির ফ্যান, আর তার আরো একবার প্রমাণ পাওয়া গেলো। আইপিএল শুরুর আগে ধোনির একটি অ্যাড শুট কাজ করছিলেন, সেই সময় এক বৃদ্ধা দেখা করতে আসেন তার সাথে, ধোনিও নিজের বয়স্কা ফ্যানের আসার খবর শুনে তৎক্ষণাৎ যান তার সাথে দেখা করতে, বহুক্ষণ বৃদ্ধার সঙ্গে গল্প করেন ধোনি।
বৃদ্ধার সঙ্গে গল্প করার সেই মুহূর্তের ভিডিও উঠে এসেছে নেট দুনিয়ায়, যেখানে দেখা যায় বৃদ্ধার কাছে আশীর্বাদ নেন ধোনি। ধোনিকে পেয়ে বৃদ্ধাও বেশ আপ্লুত, বৃদ্ধাকে নিজের স্বাস্থের খেয়াল রাখতে বলেন মাহি। বৃদ্ধা জানান পাঁচ ছেলে এবং নাতিদের নিয়ে আনন্দে সময় কাটে তার, আলোচনার মাধ্যমে ধোনিও বৃদ্ধাকে জানান নিজের মেয়ের কথা। তারপরেই বৃদ্ধা ধোনিকে বলেন এবার একটা ছেলে নেওয়া জন্য, শুধু ছেলে নিতে বলেই ক্ষেন্ত দেননি বৃদ্ধা তার সাথে ধোনির ছেলের নামও ঠিক করে দিয়েছেন তিনি।
বৃদ্ধা ধোনিকে বলেন এবার তার পুত্র সন্তান হবে এবং তার নাম যেন রোশন রাখা হয়। ধোনি অবশ্য এই কথা শুনে কোনো প্রতিক্রিয়া দেননি খালি মিষ্টি হেসেছেন, বৃদ্ধা এবং ধোনির কথোপকথনের এই ভিডিওটি নেট মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে ৬ ফেব্রুয়ারিতে ধোনি ও সাক্ষীর ঘর আলো করে জন্ম তাদের একমাত্র মেয়ে নেয় জিভা।