খেলানিউজ

“পাকিস্তানের কাছে মাফ চাইত ভারত”! ফের বিতর্কে আফ্রিদি

Advertisement
Advertisement

পাকিস্থানের প্রাক্তন তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি গত কয়েক দিন আগেই করোণাতে আক্রান্ত হয়েছিলেন একথা সকলেরই জানা। আর সুস্থ হয়েই শুরু করে দিলেন ভারত বিরোধী মন্তব্য করতে। এর আগে বহুবার আফ্রিদিকে দেখা গিয়েছে ভারত বিরোধী মন্তব্য করতে। সাম্প্রতিক কদিন আগেই পাক অধিকৃত কাশ্মীরে ভারত বিরোধী স্লোগান দিয়েছিল আফ্রিদি। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘিরেও অনেক বাজে কথা বলেছিলেন। প্রকাশ্য মঞ্চ থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন। তার মুখে কোনো মাস্ক ছিলনা এবং ওখানে উপস্থিত জনগণের মুখেও মাস্ক ছিলনা। এরপরেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন আফ্রিদি। শোনা যাচ্ছিল, করোনায় নাকি আফ্রিদিকে জাপটে ধরেছে। তার অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। এরপর আফ্রিদি নিজেই টুইট করে সকলের ভুল ভাঙিয়ে দেন। তিনি বলেন, কেউ গুজবে কান দেবেনা। তিনি আগের থেকে অনেকটা ভালো আছেন।

ভারতবিরোধী কথা বলতে বরাবরই ভালোবাসেন আফ্রিদি। তাই একটু সুস্থ হতেই আগের ফর্মে ফিরেছেন। তিনি জানান,‘আমি সর্বদা ভারতের বিরুদ্ধে খেলতে পছন্দ করতাম। ভারত এবং অস্ট্রেলিয়া, এই ২টি দলকেই ওদের কন্ডিশনে হারানো খুব কঠিন। তবে আমরা ভারতকে এতবার, এত ভাবে হারিয়েছি যে শেষের দিকে ভারতীয় ক্রিকেটাররা আমাদের কাছে এসে মাফ চাইত। ভারত ও পাকিস্থান সব সময় টানটান উত্তেজনার ম্যাচ ছিল। প্রচণ্ড চাপ মাথায় নিয়ে খেলতে হত। কিন্তু চাপ নিতে আমাদের ভাল লাগত। ভারত এবং অস্ট্রেলিয়া এই ২টো দলকে হারানোর মজাই অন্যরকম ছিল।’

এছাড়া তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে ১৯৯৯ সালে করা তার ১৪১ রানের ইনিংস তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। একটি ইউটিউব শো তে অতিথি হিসেবে গিয়ে তিনি জানিয়েছিলেন,এই ম্যাচটি তিনি কোনোদিন ভুলতে পারবেন না। অবশ্য এই ম্যাচ তার খেলার কোনো কথা ছিলনা। ওয়াসিম আক্রম নাকি নির্বাচকদের সাথে লড়াই করে তাকে দলে নিয়েছিল। তিনি বলেন,‘আমার এটা ভেবে ভালো লাগে আমি ওয়াসিম ভাই এর মুখ রাখতে পেরেছিলাম।’

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles