whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

কোহলির জীবনের গোপন তথ্য ফাঁস! জানা গেল ‘চিকু’র আসল রহস্য

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের কবলে সারাবিশ্বের মানুষ। দেশজুড়ে চলছে লকডাউন। হিরো থেকে ক্রিকেটার, সবার জীবন এখন চার দেয়ালে বন্দি। এই পরিস্থিতিতে একে অপরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা সোশ্যাল নেটওয়ার্কিং…

Published By: Web Desk | Updated:
Advertisements

দেবপ্রিয়া সরকার : করোনা ভাইরাসের কবলে সারাবিশ্বের মানুষ। দেশজুড়ে চলছে লকডাউন। হিরো থেকে ক্রিকেটার, সবার জীবন এখন চার দেয়ালে বন্দি। এই পরিস্থিতিতে একে অপরের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। সোশ্যাল সাইট এর মাধ্যমে যোগাযোগ চালু রেখেছে ক্রিকেটাররা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম চ্যাটে প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসনের সাথে আড্ডায় মাতলেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আড্ডা জমে উঠেছিল নানান মজার আলোচনায়।

আপনার জন্য নির্বাচিত

এ সময় আড্ডা চলাকালীন পিটারসন মজা করে কোহলিকে জিজ্ঞেস করেন “তোমার ডাকনাম চিকু কেন?” এই প্রশ্নের উত্তরের বিরাট কোহলি বলেন, “আসলে চিকু নামটা ২০০৭ সালে আমার রঞ্জি ট্রফি দলের কোচ দিয়েছিলেন। তখন আমি চুল কেটেছিলাম। ফলে গাল আর চোখ দুটো বেশ বড় বড় দেখাত। সেই কারণেই ‘চম্পক’ কমিকসের খরগোশ এর নামে আমাকে চিকু বলে ডাকা হতো।”

এর পাশাপাশি বিরাট বলেন, আমার এই চিকু নামটাও জনপ্রিয় করে তুলেছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিরাট আরো বলেন, ‘উইকেটের পিছনে দাঁড়িয়ে আমার এই নামটা মাহি জনপ্রিয় করে দিয়েছে। মাহি আমাকে চিকু বলে ডাকলে তা বারবার স্টাম্প মাইকে ধরা পড়তো। তাতেই সবাই জেনে যায় আমার ডাক নামটা।’