আজকের রাশিফল, ১৭ই মার্চ বৃহস্পতিবার ২০২২

মেষ রাশিঃ মানসিক দিক দিয়ে আজ আপনি তৃপ্তি লাভ করতে চলেছেন। ফলে সবমিলিয়ে দিনটি বেশ ভালো কাটবে।
বৃষ রাশিঃ ভ্রমণের ক্ষেত্রে আজ আপনার বিপদ দেখা দিতে পারে। সাবধানতা অবলম্বন করা জরুরী।
মিথুন রাশিঃ কর্মদক্ষতার জন্য আজ আপনি সম্মান লাভ করতে চলেছেন। ফলে মানসিক শান্তি উপভোগ করবেন।
কর্কট রাশিঃ পারিবারিকভাবে আজ আপনার মোটেই ভালো কাটবে না। কোনো কারণে পত্নীকলহ দেখা দিতে চলেছে।
সিংহ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে চিত্তচাঞ্চল্য তৈরি হতে পারে। নিজেকে সংযত রাখা একান্ত জরুরী।
কন্যা রাশিঃ পারিবারিকভাবে আজ আপনার বিশেষ ভালো কাটবে। মাতৃস্নেহ লাভ করতে চলেছেন।
তুলা রাশিঃ আর্থিক দিক দিয়ে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। কোথাও লগ্নির ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশিঃ পুরনো সমস্যার আজ সমাধান করতে চলেছেন। যার ফলে আনন্দ উপভোগ করবেন।
ধনু রাশিঃ কর্মে আজ আপনার কৃতিত্ব দেখা দিতে চলেছে। ফলে সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে।
মকর রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার বদলির সম্ভাবনা দেখা দিতে পারে। সবমিলিয়ে দিনটি বেশ ভালোই কাটবে।
কুম্ভ রাশিঃ ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই শুভ হতে চলেছে। ব্যবসায় লাভ করার সম্ভাবনা রয়েছে।
মীন রাশিঃ কোনো বিশেষ কারণে আজ আপনার মনস্তাপ দেখা দিতে পারে। সবমিলিয়ে দিনটি মোটের উপর ভালো কাটবে।