আজকের রাশিফল, ১৫ই মার্চ মঙ্গলবার ২০২২

Advertisement

মেষ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার প্রতিবেশীর সাথে বিবাদ দেখা দিতে পারে। আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া জরুরী।

Advertisements

বৃষ রাশিঃ কর্মসূত্রে আজ আপনার ভ্রমণ করার সম্ভাবনা রয়েছে। যার ফলে আনন্দ উপভোগ করবেন।

Advertisements

মিথুন রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে বিপদের আশঙ্কা দেখা দিতে চলেছে। সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরী।

কর্কট রাশিঃ অর্থনৈতিক দিক দিয়ে আজকের দিনটি আপনার খুবই ভালো কাটবে। দ্বিমুখী আয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে বিদেশযাত্রার সুযোগ আসতে চলেছে। সবমিলিয়ে দিনটি বেশ ভালো কাটবে।

কন্যা রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। মনোযোগ সহযোগে তা পালন করা জরুরী।

তুলা রাশিঃ শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা শুভ নয়। কোনো কারণে শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটতে চলেছে।

বৃশ্চিক রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে নৈরাশ্য দেখা দিতে চলেছে। কাছের মানুষদের সাথে সময় কাটান।

ধনু রাশিঃ আজ আপনার জীবনে বিশেষ কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আনন্দ উপভোগ করবেন।

মকর রাশিঃ পারিবারিকভাবে আজ আপনার মোটেই ভালো কাটবে না। আত্মীয় কলহ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

কুম্ভ রাশিঃ কোনো বিশেষ কারণে আজ আপনার মধ্যে মানসিক ক্ষোভ দেখা দিতে পারে। যদিও অযথা চিন্তা না করাই জরুরী।

মীন রাশিঃ অলসতার কারণে আজ আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। অলসতা করা থেকে বিরত থাকুন।

Related Articles