আজকের রাশিফল, ১২ই মার্চ শনিবার ২০২২

মেষ রাশিঃ পরোপকারে আজ আপনার ব্যয় হতে চলেছে। তবে মানসিক দিক দিয়ে দিনটি খুবই ভালো কাটবে।
বৃষ রাশিঃ মানসিক দিক দিয়ে আজ আপনার খুব একটা ভালো কাটবে না। অশান্তি দেখা দিতে চলেছে।
মিথুন রাশিঃ বাক্যের অপপ্রয়োগ করার ফলে আজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজেকে সংযত রাখুন।
কর্কট রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রম বৃদ্ধি পেতে চলেছে। মনোযোগ সহযোগে নিজের দায়িত্ব পালন করুন।
সিংহ রাশিঃ মানসিক দিক দিয়ে আজ আপনার মোটেই ভালো কাটবে না। কোনো কারণে কষ্ট পেতে পারেন।
কন্যা রাশিঃ সৎবন্ধু লাভ হওয়ার ফলে আজ আপনি আনন্দিত হতে চলেছেন। সবমিলিয়ে দিনটি বেশ ভালো কাটবে।
তুলা রাশিঃ হঠাৎ করেই আজ আপনার মধ্যে বিলাসিতা দেখা দিতে পারে। ভাবনা-চিন্তা করে পদক্ষেপ নিন।
বৃশ্চিক রাশিঃ কর্মক্ষেত্রে আজ আপনি খ্যাতিলাভ করতে চলেছেন। যার ফলে মানসিক আনন্দ উপভোগ করবেন।
ধনু রাশিঃ জনসেবায় আজ আপনি শ্রমদান করতে চলেছেন। তবে মানসিক দিক দিয়ে দিনটি খুবই ভালো কাটবে।
মকর রাশিঃ কোনো বিশেষ কারণে আজ আপনি সৌজন্য প্রদর্শন করতে পারেন। অন্যান্য দিক দিয়েও দিনটি ভালো কাটবে।
কুম্ভ রাশিঃ হঠাৎ করেই আজ আপনার জীবনে প্রাপ্তি ঘটতে চলেছে। যার ফলে আনন্দ উপভোগ করবেন।
মীন রাশিঃ মজুতদারদের জন্য আজকের দিনটি খুবই শুভ হতে চলেছে। লাভ হওয়ার সুযোগ আসবে।