আজ শনিবার, কি রয়েছে আপনার ভাগ্যে, দেখে নিন আজকের রাশিফল

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিদিনই বদল হয় রাশিফল। আর এই রাশি ফলের উপরেই নির্ভর করে মানুষের ভাগ্য, বা জীবন।আজ ১৮ই এপ্রিল, শনিবার, দেখেনিন কি বলছে আপনার রাশিফল-
মেষঃ দিনটি খুব একটা ভালো যাবে না, দুঃখ-দুর্দশা দেখা দিতে পারে। কোনো আত্মীয়ের মৃত্যুর সংবাদ পেতে পারেন।
বৃষঃ কর্মক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো যাবে। নিজের কাজে সহযোগিতা লাভ করবেন।
মিথুনঃ অর্থ লাভের যোগ, অর্থসঞ্চয় হতে পারে।
কর্কটঃ আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় চিন্তা করুন। বিবাদের আশঙ্কা রয়েছে।
সিংহঃ জল থেকে সাবধান থাকুন, বিপদের সম্ভাবনা রয়েছে।
কন্যাঃ জীবনে হতাশা দেখা দিতে পারে। তবে নিজের চেষ্টায় সুস্থ জীবনে ফিরতে পারেন।
তুলাঃ বাড়ির কোনো জিনিস পত্র চুরি হতে পারে। সতর্ক থাকুন
বৃশ্চিকঃ দাম্পত্য জীবনে অশান্তি, স্ত্রীর সঙ্গে চরম বিবাদের আশঙ্কা রয়েছে।
ধনুঃ সাবধানে চলাফেরা, বা কাজ কর্ম করুন। শরীরে আঘাতের যোগ রয়েছে।
মকরঃ আজ কোনো কাজে সাফল্য পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। হয়রানির শিকার হতে পারেন।
কুম্ভঃ আজ আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। বুঝে শুনে অর্থ ব্যয় করুন।
মীনঃ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এমনকি চিকিৎসকের কাছেও যেতে হতে পারে।