whatsapp channel
google news
নিউজ বিনোদন ভাইরাল ভিডিও অর্থনীতি লাইফস্টাইল অফবিট খেলা রাজনীতি
Advertisements

আজ শনিবার, কি বলছে আপনার রাশিফল? সকাল সকাল জেনেনিন আজকের রাশিফল

মেষ- কর্মক্ষেত্রে উন্নতি। আজ নিজের কোনো প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারেন। বৃষ- কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আজ কর্মস্থলে একটু বুঝে শুনে কথা বলা ভালো। মিথুন- আজ আপনার কথায় শেষ কথা…

Published By: Web Desk | Updated:
Advertisements

মেষ- কর্মক্ষেত্রে উন্নতি। আজ নিজের কোনো প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারেন।

আপনার জন্য নির্বাচিত

বৃষ- কর্মক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। আজ কর্মস্থলে একটু বুঝে শুনে কথা বলা ভালো।

মিথুন- আজ আপনার কথায় শেষ কথা হতে পারে। আপনার কথা শুনবে সকলে।

কর্কট- আজ কোনো কিছুর প্রতি বেশি আবেগ বা আবদার না রাখায় ভালো। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে।

সিংহ- আজ শারীরিক কোনো সমস্যায় ভুগতে পারেন। একটু সতর্ক থাকুন শত্রুতার যোগ রয়েছে।

কন্যা- প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজ আপনার মনের কোনো বাসনা পূর্ণ হতে পারে।

তুলা- পরিবারে শান্তি বজায় থাকবে। আজ কোনো ধন-সম্পত্তি পেতে পারেন।

বৃশ্চিক- ব্যাবসায় উন্নতি। আজ অতিরিক্ত চিন্তা না করাই ভালো।

ধনু- আজ কাউকে কোনো ভালো কথা বলতে যাবেন না। উল্টে আপনিই অপমানিত হতে পারেন।

মকর- শারীরিক ও মানসিক অশান্তিতে ভুগতে পারেন। তবে তা কাটিয়ে উঠে কাজ করতে পারলে ভালো ফল পেতে পারেন।

কুম্ভ- আয়ের চাইতে ব্যায় বেশি হতে পারে। নিজের কোনো আত্মীয়ের দ্বারা অপমানিত হতে পারেন।

মীন- আজ ধন প্রাপ্তির যোগ রয়েছে। আজ নিজের কর্মের জন্য সুনাম পেতে পারেন।