Advertisements

প্রকাশ্য রাস্তায় ব্যান্ড পার্টির বাজনায় তুমুল নাচ সুন্দরী যুবতী বৌদিদের, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

কাজের ব্যস্ততা নাহলে পড়াশুনার চাপ আবার কারোর দিন থেকে রাত কেটে যায় সংসারের কাজ করতে করতে‌‌ আসতে প্রতিযোগিতার দৌড়ে আমরা সকলেই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছি। পরিবার, আত্মীয় স্বজনদের সঙ্গে সময় কাটানোও দুষ্কর হয়ে পড়ে। তাইতো আমরা অপেক্ষা করে থাকি কোনো অনুষ্ঠান বা পুজো পার্বনে যেখানে সমস্ত ক্লান্তি, চিন্তা বাদ দিয়ে আপনজনদের সাথে মেতে উঠতে পারি, নির্মল আনন্দ করতে পারি।

আর বিয়েবাড়ি হলো এমন এক অনুষ্ঠান যেখানে সকল আপনজনরা একত্রে হয়ে ওঠে। আর তাইতো যেকোনো বিয়েবাড়ির হয়ে ওঠে এক উৎসব। নাচে গানে ভরে ওঠে বিয়ের আসর। আসলে এখানে নাচ গানের প্রতিভার চেয়ে বড়ো হয়ে ওঠে উপভোগ্যতা। আর তাইতো যতোবার বিয়েবাড়ির নাচ বা গানের ভিডিও প্রকাশ্যে আসে ততবার ভাইরাল হয়।

বর্তমানে বিয়ে বাড়ির এক অঙ্গ হয়ে উঠেছে নাচ গান। বেশিরভাগ বিয়ে বাড়িতেই ডিজে ভাড়া করে তার তালের সকলকে নাচতে দেখা যায়। বিয়ে বাড়ির অনুষ্ঠানকে মাতিয়ে তোলে সবাই মিলে‌। এবার এই রকমই একটি বিয়ে বাড়ির নাচের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে গানের তালে পাড়ার বৌদি ও যুবতীরা মিলে আনন্দের সাথে নাচ করে চলেছেন।

তারা হয়তো প্রশিক্ষণপ্রাপ্ত নয় কিন্তু তার সত্বেও যেভাবে তারা নাচ করেছে তা প্রশংসনীয় হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে বর ব্যান্ডপার্টি নিয়ে বিয়ে করতে যাচ্ছে আর ঠিক তখনি নাচের তালে মেতে উঠেছেন যুবতী ও বৌদিরা। এই ভিডিওটিই সম্প্রতি ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নিয়েছে।

Related Articles