Advertisements

ভিডিও- মানুষের চোখে কিলবিল করছে বিশালাকার কৃমি, অপারেশন করে বের করলেন ডাক্তার

Advertisements

৬০ বছর বয়সী এক বৃদ্ধ হঠাৎ করে চোখে অস্বস্তি শুরু হয়। প্রথমে তাঁর চোখে কিছুদিন যাবত ধরে ব্যথা হচ্ছিল তিনি ভেবেছিলেন বয়স জনিত কারণে চোখের কোন সমস্যা হচ্ছে। এরপর কিছুদিন পর্যবেক্ষণ করলে তার মনে হতে থাকে চোখের ভেতর কিছু জিনিস কিলবিল করছে।

কিন্তু তখনও তিনি জানতেন না তার চোখের মধ্যে কি বাসা বেঁধে থাকতে পারে!! সন্দেহ থেকে ডাক্তারের কাছে গেলে জানা যায় চোখের মধ্যে বাসা বেধেছে কৃমি। হ্যা এমনই শিহরণ জাগানো কাণ্ড ঘটেছে এই বৃদ্ধের সাথে।

প্রাথমিকভাবে চোখ দেখে ডাক্তার জানায় কৃমি বাস করছে তার চোখে। এরপর খুব শীঘ্রই ডাক্তার অপারেশন করার জন্য তৈরী হয়। এরপর অপারেশনের মাধ্যমে চোখ থেকে বের করে আনা হয় কুড়িটি জীবন্ত কৃমি যা এতদিন চোখের মধ্যে বংশবিস্তার করেছিল।

সম্প্রতি এই অপারেশনের ভিডিও এই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমত ভয় পেয়ে গেছেন নেটিজেনরা। এমন বিরল ঘটনা এক আশ্চর্য হয়ে গেছেন। ইতিমধ্যে কমেন্টে অনেকেই লিখেছেন কৃমি যে এত মারাত্মক হতে পারে তা কল্পনার বাইরে।

Related Articles