মেয়েদের কি এমন জিনিস, যা স্বামী দেখতে পায় না কিন্তু সবাই দেখতে পায়

Advertisement

কিছু কিছু চাকরির পরীক্ষার অন্তিম পর্যায় হল ইন্টারভিউ। আর এই ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীকে বেছে নেওয়া হয়। এভাবেই অনেকে আবার সঠিক প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারলে বাদ পড়ে যান ইন্টারভিউ থেকে। কিছু কিছু সময় প্রার্থীকে এমন প্রশ্ন করা হয় যার ফলে তারা বিভ্রান্ত হয়ে যায়। আজকের প্রতিবেদনে রইল তেমনই কিছু অজানা প্রশ্নের সহজ উত্তর।

Advertisements

১. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর- অসাম।
২. DGP পুলিশের পুরো নাম কী?
উত্তর- ডিরেক্টর জেনারেল অফ পুলিশ।
৩. ভারতে প্রথম গাড়ি কে কেনেন?
উত্তর- জামশেদজি টাটা।
৪. ‘বিষের বাঁশি’ কাব্যটি কার লেখা?
উত্তর- কাজী নজরুল ইসলাম।
৫. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর- ভুটান।
৬. কোন রাজ্যে বসবাসকারী তফসিলি জাতির মানুষের সংখ্যা সবথেকে বেশি?
উত্তর- মধ্যপ্রদেশ।
৭. পশ্চিমবঙ্গের ‘ধানের ভান্ডার’ কোন জেলাকে বলা হয়?
উত্তর- বর্ধমান।
৮. কোন ধাতুটি সবথেকে হালকা?
উত্তর- লিথিয়াম।
৯. ভারতের সর্বোচ্চ সেনা সম্মান কোনটি?
উত্তর- পরমবীরচক্র।
১০. কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ বলা হয়?
উত্তর- ইন্দোনেশিয়া।
১১. কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়?
উত্তর- ইউরেনাস।
১২. ভারতের কোন শহরটি একদিনের জন্য রাজধানী হয়েছিল?
উত্তর- ১৮৫৮ সালে এলাহাবাদ একদিনের জন্য রাজধানী হয়েছিল।
১৩. কাউকে রক্ত দান করার পর সেই রক্ত পূরণ হতে কত সময় লাগে?
উত্তর- ২৪ থেকে ৪৮ ঘন্টা।
১৪. মহিলাদের কি এমন জিনিস যা সকলেই দেখতে পারে কিন্তু তার স্বামী দেখতে পারে না?
উত্তর- ওই মহিলার বিধবা চেহারা।
১৫. ভারতের দীর্ঘতম উপনদী কোনটি?
উত্তর- যমুনা।

Advertisements

Related Articles