Unknown Facts: কোন সময় চাঁদের মাথায় চাঁদ থাকে? প্রায় ৯৯% মানুষই উত্তর দিতে ব্যর্থ হয়েছেন

Unknown Facts: এমন কি রয়েছে যা শীতকালে বেশি প্রয়োজন পড়ে কিন্তু তা বেশি পাওয়া যায় গরমকালে? সরকারি পরীক্ষা হোক বা বেসরকারি যেকোনো পরীক্ষাতেই লিখিত পরীক্ষা থাক বা না থাক ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হয়। অতএব বলাই যায় চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ পার্ট একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানে চাকরিপ্রার্থীদের বুদ্ধির যাচাই করণ করা হয়।
কম-বেশি বহু ছাত্র-ছাত্রীর পড়াশোনা শেষ করার পর চাকরি করার ইচ্ছা থাকে। ফলে তারা চাকরির জন্য যথেষ্ট প্রস্তুতিও নেয়। কিন্তু চাকরির একটি অন্যতম পর্যায় হল ইন্টারভিউ (Interview)। যেখানে নানা ধরনের প্রশ্ন করা হয় চাকরিপ্রার্থীকে। মূলত প্রার্থীদের সাধারণ জ্ঞানই যাচাই করন করা হয়। এর পাশাপাশি ইতিহাস থেকেও কিছু প্রশ্নপত্র ধরা হয়।
তাই আজকের এই প্রতিবেদনে তেমনি ইন্টারভিউয়ের বেশ কিছু প্রশ্ন জানানো হবে। শুধু প্রশ্ন নয় প্রশ্নের সাথে উত্তরও জানানো হবে। তাই গুরুত্ব সহকারে সেই প্রশ্নসহ উত্তরগুলি দেখে নিন।
১) প্রশ্ন – শরীরে এমন কোন অঙ্গ রয়েছে যা শৈশব থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত কখনোই বাড়ে না?
উত্তর – চোখ বা চোখের কর্নিয়া।
২) প্রশ্ন – ভারতের প্রথম মহিলা ডাক্তারের নাম কি?
উত্তর – আনন্দী গোপাল যোশী।
৩) প্রশ্ন – এমন কি রয়েছে যা সমুদ্রে থাকে আবার আমাদের বাড়িতেও ব্যবহার করা হয়?
উত্তর – লবণ।
৪) প্রশ্ন – একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ুধারণ ক্ষমতা কত?
উত্তর – ৬ লিটার।
৫) প্রশ্ন – কোন পাখি আকাশে ডিম পাড়ে এবং সেই ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায়?
উত্তর – হোমা পাখি।
৬) প্রশ্ন – জল হজম করতে কতক্ষণ সময় লাগে?
উত্তর – জল হজম করতে নির্দিষ্ট কোন সময় লাগে না। তাই বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
৭)প্রশ্ন – এমন কোন খাবার রয়েছে যা কখনোই নষ্ট হয় না?
উত্তর – মধু।
৮) প্রশ্ন – দারুচিনি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়?
উত্তর – গাছের ছাল বা বাকল থেকে।
৯) প্রশ্ন – ‘QR’ কোডের সম্পূর্ণ নাম কি?
উত্তর – কুইক রেসপন্স কোড।
১০) প্রশ্ন – কন্যাকুমারী রক মেমোরিয়াল কার স্মরণে উৎসর্গ করা হয়েছে?
উত্তর – স্বামী বিবেকানন্দ।
১১) প্রশ্ন – ‘জনগণের জন্য জনগণের দ্বারা সরকার’ এই ভাষণটি কে দিয়েছিলেন?
উত্তর – আব্রাহাম লিঙ্কন।
১২) প্রশ্ন – কোন গ্রহে হীরের বৃষ্টিপাত হয়?
উত্তর – নেপচুন এবং ইউরেনাস।
১৩) প্রশ্ন – বলুনতো চাঁদের মাথায় কখন চাঁদ ওঠে? (বিভ্রান্তিকর প্রশ্ন)
উত্তর – ‘চাঁদ’ বানানটি লেখার সময়।
১৪) প্রশ্ন – এমন কোন পাখি রয়েছে যাকে স্পর্শ করার সাথে সাথেই মারা যায়?
উত্তরটি – টিটোনি পাখি।
১৫) প্রশ্ন – এমন কি রয়েছে যা শীতকালে বেশি প্রয়োজন পড়ে কিন্তু তা গরমকালে বেশি পাওয়া যায়?
উত্তর – সূর্যের আলো।