এমন কোন জিনিস যা শুধু মেয়েরা বসে বসেই করতে পারে? উত্তর জানলে লজ্জা পাবেন

কিছু কিছু চাকরির পরীক্ষায় অন্তিম পর্যায় হল ইন্টারভিউ। এই ইন্টারভিউ পর্বে প্রার্থীকে করা হয় নানানরকম প্রশ্ন। আর তার মধ্যে কিছু বিভ্রান্তিকর প্রশ্ন থাকে যা শুনে থতমত খেতে পারেন তারা। কিন্তু সেই প্রশ্নের উত্তর হয় একেবারে সোজা। কিন্তু সেই প্রশ্নগুলি এমনভাবে করা হয় যেখানে সহজ প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রার্থী ইন্টারভিউতে বাদ পড়ে যান আর তার হাত থেকে চাকরিটি সরে যায়। তাই আজকের প্রতিবেদন এমনকিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হল।
১. পশ্চিমবঙ্গে সবথেকে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি?
উত্তর – ভুটান।
২. ভারতের প্রথম মহিলা IAS অফিসার কে ছিলেন?
উত্তর – আন্না রমজান মালহোত্রা।
৩. ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের ধনী মুখ্যমন্ত্রী কে?
উত্তর – জগন্মোহন রেড্ডি।
৪. সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহটির নাম কী?
উত্তর – ইউরেনাস।
৫. কোন রাজ্যের গোল্ড চিত্রকলা GI ট্যাগ পেলো?
উত্তর – মধ্যপ্রদেশ।
৬. সেই জিনিসটি কী যা একজন মহিলা দেখায় কিন্তু পুরুষ লুকিয়ে রাখে?
উত্তর – মানিব্যাগ।
৭. এমন কী জিনিস যা মাসে একবার আসে এবং ২৪ ঘন্টা পূরণ হলে চলে যায়?
উত্তর – তারিখ।
৮. ভারতের কোন রাজ্যকে সমুদ্রের দান বলা হয়?
উত্তর – কেরালা।
৯. পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়?
উত্তর – শরৎ কালে।
১০. কোন কাজটি মেয়েরা বসে করে, দাঁড়িয়ে করতে পারে না?
উত্তর – গরুর দুধ দোয়ানো। আসলে এটি সকলকে দাঁড়িয়ে করতে হয়৷ কিন্তু প্রার্থীকে বিভ্রান্ত করতে এমন প্রশ্ন করা হয়েছে।