Unknown Facts: বলুন তো কোন শব্দ লেখা যায়, কিন্তু পড়া যায় না?

Advertisement

Unknown Facts: ভারতের কঠিনতম পরীক্ষার মধ্যে একটি হলো ‘ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন’। প্রত্যেক বছর লাখ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন। কিন্তু খুব কম সংখ্যক মানুষই সাফল্য লাভ করেন এই পরীক্ষায়। মূলত প্রিলিমিনারি, মেইন্স এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হয় এখানে। আর পার্সোনালিটি টেস্টে এমন কিছু প্রশ্ন করা হয় যা রীতিমতো বিভ্রান্ত করতে পারে প্রার্থীদের। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো।

Advertisements

১. ভারতের কোন রাজ্যে বিদ্যুতের দাম সবথেকে বেশি?
উঃ মহারাষ্ট্র।

Advertisements

২. কোন প্রাণী জলে বাস করে অথচ জল পান করে না?
উঃ ব্যাঙ।

৩. কোন প্রাণীর দুধ পান করলে মস্তিষ্ক তীক্ষ্ণ হয়?
উঃ গোরু।

৪. পৃথিবীর সবথেকে বেশি আলু কোথায় পাওয়া যায়?
উঃ মাটির নীচে।

৫. এমন কী জিনিস খাওয়ার জন্য কেনা হয় অথচ খাওয়া হয় না?
উঃ থালা, বাটি।

৬. কোথায় প্লাস্টিকের নোট চলে?
উঃ অস্ট্রেলিয়া।

৭. এমন কী কাজ যা মানুষ মৃত্যুর পরেও করতে পারে?
উঃ অঙ্গদান।

৮. সবথেকে কম জনবহুল রাজ্য কোনটি?
উঃ সিকিম।

৯. কোন প্রাণীর রক্তের রং সাদা?
উঃ আরশোলা।

১০. স্যামসাং কোন দেশের কোম্পানী?
উঃ দক্ষিণ কোরিয়া।

১১. বুর্জ খলিফার মালিকের নাম কী?
উঃ এইচএইচ শেখ খলিফা বিন জায়েদ।

১২. ভারতের বৃহত্তম হ্রদের নাম কী?
উঃ চিল্কা।

১৩. ভারতের সর্বশেষ হিন্দু রাজার নাম কী?
উঃ পৃথ্বীরাজ চৌহান।

১৪. যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের জন্য দেওয়া সর্বোচ্চ ভারতীয় পুরস্কার কোনটি?
উঃ পরমবীর চক্র

১৫. এমন কোন শব্দ রয়েছে যা আমরা লিখতে পারি, কিন্তু পড়তে পারি না? ‘না’ শব্দটি। প্রশ্নের মধ্যেই উত্তর রয়েছে ‘পড়তে পারি না’। (আসলে বিভ্রান্ত করার জন্য এরকম প্রশ্ন করা হয়ে থাকে।)

Related Articles