পুলিশের বাংলা মানে কি? প্রায় ৯৮% মানুষই উত্তর জানেন না

ভারতবর্ষে প্রতি বছর যে চাকরির পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয় তার মধ্যে অন্যতম পরীক্ষা হল IAS। যার পুরো নাম ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ভারতের সব থেকে কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি হলো এই আইএএস পরীক্ষা। তবে জানেন কি এই পরীক্ষায় ইন্টারভিউয়ের সময় কি ধরনের প্রশ্ন করা হয়? আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানানো হবে।
প্রতিবছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই আইএএস (IAS)-এর পরীক্ষায় বসে। তবে এই পরীক্ষায় উত্তীর্ণ হন তাদের মধ্যে কয়েকজন পরীক্ষার্থী। এই পরীক্ষার মাধ্যমে আইপিএস (IPS), আইএএস (IAS)এবং আইএফএস (IFS) এই তিনটি পদে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নির্বাচন করা হয়।
মূলত তিনটি পর্যায় সম্পন্ন হওয়ার পর উত্তীর্ণ পরীক্ষার্থীদের এই অফিসার পদে নিয়োগ করা হয়। এই তিনটি পর্যায়ে হল প্রিলিমস, মেন্স অর্থাৎ দুটি লিখিত পরীক্ষা এবং একটি ইন্টারভিউ। অনেকেরই প্রশ্ন থাকে ইন্টারভিউয়ে কি ধরনের প্রশ্ন করা হয়? ইন্টারভিউয়ে নানা ধরনের প্রশ্ন করা হয়। তবে গত কয়েক বছরে ইন্টারভিউয়ের বেশ কিছু প্রশ্ন আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে। তার সাথে জানানো হবে উত্তর। তাই গুরুত্ব সহকারে দেখে নিন সেই প্রশ্নসহ উত্তরগুলি।
১) প্রশ্ন : বিশ্বের কোন দেশে গণপরিবহন বিনামূল্যে? উত্তর : লুক্সেমবার্গ।
২) প্রশ্ন : কোন প্রাণীর দুধের রং গোলাপি?
উত্তর : জলহস্তী।
৩) প্রশ্ন : কোন প্রাণী একবার ঘুমিয়ে পড়লে আর জাগে না?
উত্তর : সাপ।
৪) প্রশ্ন : কি এমন জিনিস যা খাওয়ার জন্য কেনা হলেও, তা খাওয়া হয় না?
উত্তর : খাবার প্লেট।
৫) প্রশ্ন : কোন মাছ এক চোখ খোলা রেখে ঘুমায়? উত্তর : ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়।
৬) প্রশ্ন : কি এমন জিনিস যা সব সময় পড়ে কিন্তু তা কখনোই ভাঙ্গে না?
উত্তর : বৃষ্টি।
৭) প্রশ্ন : শুয়ে থাকলে শরীরের কোন অংশ উষ্ণ হয়ে ওঠে?
উত্তর : নাক।
৮) প্রশ্ন : পুলিশকে বাংলায় কি বলা হয়?
উত্তর : পুলিশকে বাংলায় রাষ্ট্রীয় জনক বা নগরপাল বলা হয়।
৯) প্রশ্ন : কি এমন জিনিস যা ডুবে গেলে কেউ বাঁচাতে পারে না?
উত্তর : সূর্য।
১০) প্রশ্ন : কোন প্রাণীর মাথা কেটে ফেলার পরও সে দীর্ঘকাল বেঁচে থাকে?
উত্তর : আরশোলা।
১১) প্রশ্ন : গরু দুধ দেয়, মুরগি ডিম দেয় কিন্তু এই দুটোই কে দেয়?
উত্তর : দোকানদার, যিনি ডিম এবং দুধ দুটোই দোকানে রাখেন।
১২) প্রশ্ন : এমন কি কাজ রয়েছে যা পুরুষ একবার করে, কিন্তু নারীরা তা বারবার করে?
উত্তর : সিঁদুর দান বা সিঁদুর পরানো। যা পুরুষ বিবাহের সময় নারীর মাথায় পড়ায়। তারপর থেকে নারীরা তা প্রতিদিন পড়ে।
১৩) প্রশ্ন : পৃথিবীর কোন দেশে একটিও সাপ পাওয়া যায় না।
উত্তর : নিউজিল্যান্ড।
১৪) প্রশ্ন : জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেহের কোন অংশ বৃদ্ধি পায় না?
উত্তর : চোখের কর্নিয়া।
১৫) প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বিপদজনক অস্ত্র কোনটি?
উত্তর :নিউক্লিয়ার বোমা হল সবচেয়ে বিপদজনক অস্ত্র।