কি এমন জিনিস যা তুলোর মত হালকা, কিন্তু বেশিক্ষন ধরে রাখা যায় না?

বেশ কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন পর্যায় পাশ করলে, তারপর বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয় প্রার্থীদের। যেখানে থাকে প্রিলিমিনারি, মেইন্স এবং পার্সোনালিটি টেস্ট। আর এই সর্বশেষ ধাপ পার্সোনালিটি টেস্টেই বিভ্রান্ত করার জন্য একাধিক প্রশ্ন করা হয় প্রার্থীদের। আজ আমরা সেরকমই কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
১. ইম্ফল কোন রাজ্যের রাজধানী?
উঃ মণিপুর।
২. ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?
উঃ সমুদ্রগুপ্ত।
৩. একটি প্রাকৃতিক গ্যাসের নাম কী?
উঃ মিথেন।
৪. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেছে?
উঃ ১৭ বার।
৫. ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
উঃ ইন্দিরা গান্ধী।
৬. সপ্তাহে পাঁচ দিন কাজ করার সিদ্ধান্ত নিলো কোন রাজ্য?
উঃ মধ্যপ্রদেশ।
৭. নীল বিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল?
উঃ নদীয়া।
৮. ব্ল্যাকফুট রোগ কী দূষণের ফলে হয়?
উঃ আর্সেনিক।
৯. ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কী?
উঃ অপ্সরা।
১০. বাংলার গদ্যের জনক কাকে বলা হয়?
উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
১১. এমন কোন জিনিস যা পালকের মতোন হালকা কিন্তু মানুষ বেশিক্ষণ ধরে রাখতে পারে না?
উঃ নিঃশ্বাস।