Knowledge Story | সজনে ডাটাকে ইংরেজিতে কি বলে? উত্তর দিতে পারলে জিনিয়াস আপনি

Advertisement

মাঘ, ফাল্গুন মানে প্রতিটি ঘরে ঘরে আর কোন সবজি না থাকুক, সজনে ডাটা থাকবেই। শুক্তো থেকে শুরু করে মাছের ঝোলে পর্যন্ত বাঙালিরা সজনে ডাটা দিয়ে থাকে। শেষ পাতে ডাটা চেবোতে চেবোতে দুপুরের আড্ডা যেন পুরো জমে ওঠে খাবার টেবিলে।

Advertisements

কিন্তু শুধু তো পেটে দিলেই হবে না, পরবর্তী প্রজন্মের জন্য আমাদেরকে সবকিছু জানতে হবে। আসলে যতই যুগ এগোচ্ছে, ততই আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের থেকেও একধাপ এগিয়ে চিন্তাভাবনা করছে। তাই আমরা বাংলায় সজনে ডাটা বলে চিল চিৎকার করলেও, আমাদের পরবর্তী প্রজন্ম যে আমাদেরকে সজনে ডাটার ইংরেজি নাম জিজ্ঞাসা করবে না, তার কিন্তু কোন গ্যারান্টি নেই।

Advertisements

আসলে ইংরেজি কমবেশি আমাদের সকলকেই জানতে হয়। ছোটবেলায় ইংরেজি বইতে অনেক ফল, ফুল, সবজির নাম থাকে তার মধ্যে গুটি কয়েকটির নাম আমাদের মাথায় থাকে। আর গুটি কয়েকের নাম একেবারে মাথা থেকে বেরিয়ে যায় চর্চার অভাবে। যেমন আলু, পেঁয়াজ, আদা, রসুন এগুলোর ইংরেজি নাম আমরা সচরাচর বলতে পারি। তবে সজনে ডাটার ইংরেজি নাম বলতে গেলে মাথা চুলকোতেই হবে।

শুধু আমি বা আপনি নন, ১০ জন মানুষের মধ্যে ৯ জনই জানবে না যে সজনাটাকে ইংরেজিতে কী বলা হয়। আসলে সজনে ডাটার ইংরেজি নাম হচ্ছে ‘ড্রামস্টিক’ (Drumstick)। এই শব্দটি আমরা হয়তো অনেকবার অনেকের মুখে শুনেছি, কিন্তু হঠাৎ করে কেউ জিজ্ঞাসা করলে আমরা হয়তো বলতে পারবো না। তাই আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে মনে করিয়ে দেওয়া হলো সজনে ডাটার ইংরেজি নামটি ঠিক কি।

Related Articles