Interview Questions: ছেলেদের কোন জিনিসটি মেয়েরা মুখে নিলে বেশি খুশি হয়? উত্তর জানলে চমকে যাবেন

Interview Questions: মাঝেমধ্যে পরীক্ষার ইন্টারভিউ দিতে গিয়ে এমন কিছু প্রশ্ন করা হয় যা শুনে প্রার্থীকে অস্বস্তিতে পড়তে হয়। আর এইসমস্ত প্রশ্ন করা হয় কারণ পরীক্ষার্থীকে বিভ্রান্ত করার জন্য। তাই অদ্ভুত সব প্রশ্ন শুনে কেউ কেউ ঘাবড়ে যেতে পারে। অনেকে হয়তো সেই প্রশ্ন শুনে রেগে যেতে পারে। কিন্তু সেই প্রশ্ন যত কঠিন তার উত্তর তত সোজা। তেমনই আজকের প্রতিবেদনে এমন কিছু প্রশ্নোত্তর রাখা হল যা গত কয়েকবছরে ইন্টারভিউতে জিগ্যেস করা হয়েছিল।
১. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর – কৈলাশ পর্বত।
২. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?
উত্তর – প্রতিভা পাটিল।
৩. টেলিফোন কে আবিষ্কার করেন?
উত্তর – আলেকজান্ডার গ্রাহাম বেল।
৪. ভারতের কন রাজ্যর জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি?
উত্তর – বিহার।
৫. ভারতের জাতীয় গাছ কোনটি?
উত্তর – বটগাছ।
৬. রামমোহন রায়ের জন্মস্থান কোথায়?
উত্তর – বর্ধমান জেলার রাধানগরে।
৭. ভারতের উত্তর-পূর্ব রাজ্য নাগাল্যান্ডের রাজধানীর নাম কী?
উত্তর – কোহিমা।
৮. পাটনার পুরোনো নাম কী?
উত্তর -পাটলিপুত্র।
৯. পশ্চিমবঙ্গের প্রধান মেলার নাম কী?
উত্তর – গঙ্গাসাগর মেলা।
১০. কপিশ্বর কোন ভগবানের আরেক নাম?
উত্তর – হনুমানজির আরেক নাম।
১১. IBM-এর পূর্ণরূপ কী?
উত্তর – ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন।
১২. ছেলেদের কোন জিনিসটি মেয়েরা মুখে নিলে খুশি হয়?
উত্তর – আপনার নাম। প্রার্থীদের বিভ্রান্ত করতে এমন প্রশ্ন করা হয়।