মাত্র 1200 টাকায় ঘুরে আসুন পশ্চিমবঙ্গের এই ‘হ্যাপি ভিলেজে’ থেকে! একবার গেলে বারবার যেতে মন চাইবে

Advertisement

গরমের দাপটে নাজেহাল অবস্থা। দক্ষিণবঙ্গ পুড়ছে সূর্যের তাপে। মাঝেমধ্যে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও তা সাময়িক। কারণ ফের সূর্যের তাপে সেই স্বস্তি তৈরি হচ্ছে অস্বস্তিতে। তাই দীর্ঘ সময়ের জন্য স্বস্তি বহাল থাকছে না। এদিকে স্কুল কলেজেও পড়ে গিয়েছে ছুটি। সকলেই রয়েছেন বাড়িতে। আর এইসময়ে মনটা পাহাড় পাহাড় করছে নিশ্চয়ই। কারণ এইসময় দক্ষিণবঙ্গের বহু মানুষ পাহাড় ঘুরতে যান। কিন্তু এবার আর দার্জিলিং কিংবা সিকিম নয়, আজকের প্রতিবেদনে রইল দারুণ একটি হিল স্টেশনের সন্ধান।

Advertisements

kharka gown

Advertisements

আর আজকের আলোচনার বিষয়বস্তু হল ‘হ্যাপি ভিলেজ। এটি কালিম্পং-এর একেবারে কাছে অবস্থিত। এই পাহাড়ি গ্রামের নাম খড়কাগাঁও। খড়কা শব্দের অর্থ হল গবাদি পশুর চরণভূমি। এই স্থানটি এখনও সেভাবে জনপ্রিয়তা লাভ করেনি৷ কিন্তু একবার এই জায়গায় বেড়াতে গেলে আপনি এই জায়গার প্রেমে পড়ে যাবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও দেখতে পারবেন।

kharka gown

এখানে রাস্তার দু’পাশে পাইন বার্চ গাছের সারি রয়েছে। একাধিক ঝর্ণাও রয়েছে আশেপাশে। এখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। তাই প্রকৃতির মাঝে দুদণ্ড কাটাতে হলে খড়কাগাঁও আসতে পারেন৷ এখানে প্রকৃতির রূপ একেক সময় একেক রকম। একেক ঋতুতে খড়কাগাঁও-এর সৌন্দর্য্য একেক রকম। তাই প্রকৃতি ভক্ত হলে এখানে কয়েকদিনের জন্য আসতেই পারেন।

kharka gown VILLA

এখানে রয়েছে মানেদারা ভিউ পয়েন্ট, পঞ্চমী ফলস্। নিউ জলপাইগুড়ি থেকে এই গ্রামের দূরত্ব সাড়ে তিন ঘন্টা। খড়কাগাঁও-তে রয়েছে একাধিক হোমস্টে। সেখানে রাত্রিযাপন করতে পারেন। এখানের হোমস্টেগুলির খরচ ১২০০ থেকে ১৩০০ টাকা। হোমস্টেতে মানুষের ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। এখানকার স্থানীয় ওয়াইন খুব সুস্বাদু যার একবার স্বাদগ্রহণ করা উচিত।

Related Articles