অফবিটভাইরাল ভিডিও

ভোরের আকাশে জ্বলে উঠল মহাজাগতিক আলো, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই উল্কাপাতের দৃশ্য।

Advertisement
Advertisement

ফের একবার এক অদ্ভুত মহাজাগতিক ঘটনার সাক্ষী রইল পৃথিবী। আর এই মহাজাগতিক ঘটনা ঘটেছে জাপানে। রবিবার ভোরে জাপানের আকাশ ভরে যায় মহাজাগতিক আলোতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই উল্কাপাতের দৃশ্য। জাপানে বসবাসকারী মানুষেরা সে মহাজাগতিক দৃশ্য প্রায় ১০০ মাইল দূর থেকে দেখতে পান।

জাপানের একটি স্থানীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, জাপানের আকাশের উপর দিয়ে একটি অত্যন্ত উজ্জ্বল উল্কা যাচ্ছিল। আর সেটি বায়ুমণ্ডলের সংস্পর্শে আসা মাত্রই বিস্ফোরিত হয়ে যায়। সেই উল্কার আলোয় ভরে যায় সমগ্র আকাশ। রাতের অন্ধকার থাকার ফলে সেই আলো বিস্তীর্ণ এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

জাপানের একটি টিভি চ্যানেল এনএইচকে ওয়ার্ল্ড নাউজ উল্কাপাতের বেশ কয়েকটি ভিডিও টুইট করেছে। আর এই টুইট করা মাত্রই ভিডিওগুলি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়াতে। এই ভিডিওগুলি দেখে বোঝা যাচ্ছে যে জাপানের শিজুকা, কেউটো, ইয়ামাগুচি শহরগুলি থেকে উল্কাপাতের দৃশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে। জাপানের স্থানীয় এক তারামণ্ডলের অধিকর্তা জানিয়েছেন যে এই অবাক করা উল্কাপাতের আলো পূর্ণিমার রাতের আলো কেও হার মানিয়ে ছিল।

Related Articles