বলুন তো এমন কি জিনিস আছে যা মেয়েরা দেখায় কিন্তু ছেলেরা দেখায় না?

Advertisement

ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন কখনও কখনও করা হয় যার জন্য অস্বস্তি ও বিভ্রান্তিতে পড়তে হয় সেই প্রার্থীকে। প্রশ্ন শুনতে খুব কঠিন লাগলেও তার উত্তর হয় জলের মতন সোজা। ইন্টারভিউ যারা নেন তারা মাঝেমধ্যে প্রার্থীর উপস্থিত বুদ্ধি যাচাই করতে এমন কিছু প্রশ্ন করেন যা বেশ অস্বস্তিকর। কিন্তু তার উত্তর শুনলে মোটেও প্রশ্নটিকে ছোটো করে দেখা যায় না। আজকের প্রতিবেদনে রইল এমন কিছু প্রশ্ন ও তার উত্তর যা এর আগে বহুবার জিগ্যেস করা হয়েছিল ইন্টারভিউতে।

Advertisements

১. একজন মানুষ কীভাবে ১০ দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে?

Advertisements

উত্তর – রাত্রে ঘুমিয়ে বেঁচে থাকতে পারে।

২. জেমস্ বন্ডকে প্যারাস্যুট ছাড়া বিমান থেকে ফেলে দেওয়া হয়, তিনি কীভাবে বেঁচে যান?

উত্তর – বিমানটি রানওয়েতে থাকার কারণে তিনি বেঁচে যান।

৩. সেই কাজটি কী যা মানুষ মৃত্যুর পর করতে পারে?

উত্তর – অঙ্গদান।

৪. জল আমরা কেনো পান করি?

উত্তর – জল খাওয়া যায় না তাই আমরা পান করি।

৫. আপনি দৌড়তে থাকেন এবং আপনার দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তিকে পিছনে ফেলে দিলে আপনি কোন স্থানে থাকবেন?

উত্তর – দ্বিতীয় স্থানে।

৬. বুধবার, শুক্রবার ও রবিবার কীভাবে ব্যবহার না করেই পরপর তিন দিন বলা যায়?

উত্তর – গতকাল, আজ ও পরশু।

৭. কোন জিনিস যা হাসপাতালের বাইরে বিনামূল্যে পাওয়া যায় কিন্তু হাসপাতালে অর্থের বিনিময়ে কিনতে হয়?

উত্তর – অক্সিজেন।

৮. যে জিনিসটি মাসে একবার আসে ও ২৪ ঘন্টা পূর্ণ হলে চলে যায় সেটি কী?

উত্তর – তারিখ।

৯. কি এমন জিনিস যা একজন মহিলা দেখায় ও একজন পুরুষ লুকিয়ে রাখে?

উত্তর – মানিব্যাগ।

১০. কী এমন জিনিস যা ঘুমানোর সঙ্গে সঙ্গে পড়ে যায় কিন্তু ঘুম থেকে উঠলে উঠে যায়?

উত্তর – চোখের পাতা।

Related Articles