অফবিটভাইরাল ভিডিও

মাঝ‌ আকাশে বিকল ইঞ্জিন, বিমানে দাউদাউ করে জ্বলছে আগুন, দেখুন ভাইরাল ভিডিও

Advertisement
Advertisement

২৩১ জন যাত্রী নিয়ে হাওয়াইয়ের বিমান মাঝ আকাশে উড়ে গেছে ডেনভার থেকে। বিমান হঠাৎ নড়ে উঠলে, বিমানের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছে বলে ঘোষণা করা হয়, ক্রু সদস্যদের মারফত। তাঁরা জরুরিকালীন ল্যান্ডিং করতে হবে বলে জানান।

তখন দেখা যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে aircraft’s wing-এর নীচে। যাত্রীরা প্রাণভয়ে আঁতকে ওঠেন। সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই এই ঘটনার ভিডিও ভাইরাল।

ইঞ্জিনের বিরাট অংশে গোলযোগ দেখা দেয় যখন বিমান ১৫,০০০ ফুট উঁচুতে যাত্রা করছিল। নিরাপদে ‘textbook’ অবতরণ করেন পাইলট। যাত্রীদের সঙ্গে ১০ জন ক্রু সদস্য ছিলেন Flight UA328 বিমানটিতে। বিমানটিতে এই গোলযোগ দেখা দেয় উড়ে যাওয়ার ৩০ মিনিটের মধ্যেই। খতিয়ে দেখা হচ্ছে এই দুর্ঘটনার কারণ।

উল্লেখ্য, একের পর এক স্থানীয় জনবহুল এলাকায় বাড়ির ছাদে বিমানের বেশ কিছু অংশ ভেঙে পড়ে। নীচ থেকে প্রত্যক্ষদর্শীরা দেখেন, দাউদাউ করে আগুন জ্বলছে বিমানে, সাথে সেখান থেকে বের হচ্ছে কালো ধোঁয়া। প্রসঙ্গত, কোনো ক্ষয়ক্ষতি হয়নি যাত্রীসহ ক্রু মেম্বারদের।

Related Articles