অফবিটনিউজ

গরুর দুধ নয়, গোবর থেকে আয় ৩৬ লাখ টাকা! জেনে নিন কীভাবে

কথায় আছে ঘুটে পোড়ে গোবর হাসে বহুদিন যাবৎ চলে আসা এই প্রবাদটিকে এইবার সত্যি করে দেখালেন ছত্রিশগড়ের রিতেশ আগারওয়াল। গোবর থেকে লক্ষাধিক টাকা আয় করে বেকার যুবক যুবতীদের রোজগারের আশার আলো দেখালেন তিনি। গোবর থেকে তৈরি করলেন ব্যাগ, জুতো, আবির রং এবং গোবর থেকে তৈরি এই সকল পণ্যকে বাজারজাত করার মাধ্যমে নিয়ে গেলেন উচ্চমাত্রায়!

ছত্রিশগড় এর রাজধানী রায়পুর এর গোকুলনগর নিবাসী রিতেশ আগারওয়াল 2003 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে বেশ কয়েক বছর নানান কোম্পানিতে কাজ করবার পর 2015 সালে একটি গোসালার সাথে যুক্ত হন রিতেশ। উক্ত গোসালাতে কাজ করবার সময় গোবর থেকে চপ্পল, জুতোপ্রদীপ, ইট প্রভৃতি নানা পণ্য সামগ্রী তৈরী করতে থাকেন তিনি এবং ধীরে ধীরে এই পণ্যগুলোকে ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগিয়ে উন্মোচন করেন নতুন জীবিকার ক্ষেত্র।

শুধু তাই নয় ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় বিধানসভায় যে ব্যগের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গিয়েছিলেন তা ছিল গোবর দিয়ে তৈরি। পণ্যটি পরবর্তীতে ভাইরাল হলে রিতেশ জানান তিনি ও তার টিম মাত্র 10 দিন সময়ে ওই ব্যগটি তৈরি করেছেন। এছাড়া 1 কেজি গোবর থেকে দশটি চপ্পল তৈরি করার দাবিও করেন এই “entrepreneur আগারওয়াল”।

এক্ষেত্রে তিনি জানান জুতাটি যদি কখনো বৃষ্টিতে ভিজে যায় তবে তাকে ফের শুকিয়ে নিয়ে আবার শুকিয়ে নিয়ে পূর্ণব্যবহার করা যেতে পারে। শুধু তাই নয় এছাড়া গোবর থেকে ইকোফ্রেন্ডলি আবির এবং রং তৈরি করে গোবরনির্ভর পণ্যের ওপর নির্ভর করে মাসিক তিন লক্ষ টাকা আয় করেন তিনি।

বর্তমানে ‘এক পহেল’ নামক একটি গোবরজাত বস্তু তৈরির কোম্পানি খুলেছেন রিতেশ। যেখানে তার মোট 23 জন এমপ্লয়িও রয়েছে। গোবরের তৈরি এই সকল পণ্য সামগ্রী বিক্রি করার মাধ্যমে ভবিষ্যতে নিজের কোম্পানিকে প্যান-ইন্ডিয়া বিস্তৃত করতে চান তিনি। তবে তার এই অনন্য প্রয়াস এর ব্যাপারে তাঁকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলে রিতেশ জানান, “দেখতাম রাস্তাঘাটে গরু-বাছুর ঘুরে ঘুরে প্লাস্টিক খেয়ে মারা যায়। অনেক গরু আবার দুর্ঘটনার শিকার হয়। তাই তা রুখতেই আমার এই অনন্য প্রচেষ্টা।”