Advertisements

প্রকাশ্য রাস্তায় দেখা মিলল দুই মাথাওয়ালা বিরল প্রজাতির সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

দুমুখো সাপ- এই বাগধারার সাথে আমরা সকলেই পরিচিত। শব্দটা উচ্চারণ করলেই সেইসব মানুষদের কথা মনে পড়ে যারা সামনে ভালো সেজে পিছনে নিন্দা করে। কিন্তু আদপে কি এই ধরনের সাপের অস্তিত্ব আছে? উত্তর হলো হ্যা।

একটাই শরীরে দুটি মাথা স্পষ্ট এই সাপের দুটির বদলে চারটি চোখ আর দুটি জিভ। অর্থাৎ এই সাপ সামনে থেকে দেখলে খুব যে ভাল অনুভূতি হবে না সেটা বলাই বাহুল্য। সর্পিল প্রজাতির কোনো প্রানী দেখলেই গা শিউরে ওঠে সেখানে এই সাপ দেখলে দ্বিগুনভাবে ভয়ে গা শিউরে উঠতে পারে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি সাপ রাস্তায় চলেফিরে বেড়াচ্ছে যার মাথা দুটি। জানা গেছে এই সাপটি দেখতে পাওয়া গেছে উড়িষ্যার কেওনঝড় জেলার দেহেনকিকোটে বনাঞ্চল অঞ্চলে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই নিমেষেই ভাইরাল হয়েছে। এমন অদ্ভুত দর্শনধারী সাপকে দেখে ভয়ে শিউরে উঠেছেন সবাই। সাপটি কতটা বিষাক্ত বা বিপদজনক এই বিষয়ে আর কোনো তথ্যই সামনে আসেনি তবে এমন বিরল প্রজাতির সাপ দেখে অবাক হয়েছেন নেটিজেনরা।

আসলে প্রতিনিয়ত যেভাবে বন জঙ্গল কেটে বসতি স্থাপন হচ্ছে তাতে পরিবেশের কোলে যে সমস্ত জীবরা থাকে তারা বসতি ও খাদ্যসংকটে ভুগছে। বসতি হারিয়ে কাছাকাছি গ্রামাঞ্চলে ঢুকে পরছে আর অনিচ্ছাকৃত ভাবে ক্ষতি করছে মানুষের। আর কখনো কখনো মানুষের হাতে পরে প্রানও যাচ্ছে তাদের। আর এভাবেই বিরল প্রজাতির প্রানীগুলি লুপ্ত হয়ে যাচ্ছে। পৃথিবী ও প্রানীজগত বৈচিত্র্যময় কিন্তু এই বৈচিত্র্য ধরে রাখতে আমাদের সচেতন হতে হবে।

Related Articles