বহু বছর পর দেখা মিলল বিরল প্রজাতির বৈচিত্রময় দু’মুখো সাপ, মুহূর্তে ভাইরাল ভিডিও

প্রকৃতির সৌন্দর্য যেন পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে। আমাদের এই পৃথিবীর পৃষ্ঠে অহরহ ঘটে চলেছে নানান ঘটনা আর তাদের নিয়েই ব্যস্ত আমরা। অথচ প্রকৃতি প্রানীজগত যে কত বিস্ময়ে পরিপূর্ণ, এগুলি যে একটি রহস্যময় জগত সেই কথা যেন ভুলতে বসেছি। তবে আমরা ভুলে গেলেও প্রকৃতি কিন্তু নিজেই মাঝেমধ্যে নিজের রহস্যভান্ডার উন্মোচিত করে। যার বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
এই যেমন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সাপের ভিডিও ভাইরাল হয়েছে যার রূপ ও গুনে মজেছে নেটবাসী। ভিডিওর উজ্জ্বল কমলা ও সাদা রঙের এই সাপটি দেখতে ভীষন সুন্দর। রঙেও যেমন বৈচিত্র্য তেমনি তার আরেকটি গুন হলো এটি দুটি মাথাযুক্ত। আর দুটি মাথায় তার সমানভাবে কাজ করে চলে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাটির মধ্যে জল রাখা আছে আর সেই দুটি মাথা দিয়েই সেই জল পান করছে। ভারতীয় উপমহাদেশে এমন ধরনের সাপ দেখতে পাওয়া যায়না তাই ধারণা করা হচ্ছে যে এটি বিদেশের কোনো জায়গার সাপ। নেটিজেনদের পাশাপাশি বিশেষজ্ঞরাও অবাক হয়েছেন এমন বিরল প্রজাতির সাপের বিশেষত্ব দেখে।
ভিডিওটির সবথেকে অভিনব বিষয় হলো সাপটির একটি মাথা প্রথমে কিছুতেই যেতে চাইছিল না কিন্তু অন্য মাথাটি তাকে জোর করে সেই জলের জায়গায় নিয়ে যায়। আর এই অভিনবত্ব অবাক করেছে সকলকে।