চলন্ত এক্সপ্রেস ট্রেন থেকে লাফিয়ে নেমে দৌড় দুঃসাহসী দুই যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

ট্রেন কিছুটা আস্তে হতেই ট্রেন থেকে নেমে ছুটতে দেখা যায় অনেককে বা স্টেশন থেকে ট্রেনে ছেড়ে যাওয়ার সময় দৌড়ে উঠে পড়েন আবার অনেকসময় ভিড়ের ঠেলায় ট্রেনের দরজার সামনে একবার ঝুলন্ত অবস্থায় সফর করতে দেখা যায় কিন্তু এগুলো যে কত বিপদজনক তা আমরা জানি। মুহুর্তের অসতর্কতা এরকম যে কত দুঘর্টনা ঘটে তাও অজানা নয়। কিন্তু এবার যা ঘটল তা একেবারে অবিশ্বাস্য ও ভয়ানক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দীর্ঘক্ষন অসুরক্ষিত অবস্থায় বিপজ্জনকভাবে ট্রেনের দরজা ধরে ঝুলতে ঝুলতে সফর করতে দেখা যাচ্ছে দুজনকে। তবে এখানেই শেষ নয় গন্তব্যে চলে আসার পর তারা ট্রেন দাঁড়ানোর জন্য অপেক্ষা না করে রীতিমতো চলন্ত ট্রেন থেকে লাফ মেরে নীচে নেমেছে তাও স্টেশন আসার আগেই।
অর্থনৈতিক দিক দিয়ে দুর্বার মানুষের কাছে ট্রেন ভরসা। হয়তো তারাও ট্রেনের টিকিট না কেটে সফর করার জন্য এমন কাজটি করেছেন। কিন্তু কিছু টাকা বাচানোর জন্য নিজের জীবন নিয়ে বাজি রাখা কি সঙ্গত!! টাকার মূল্য কি মানুষের জীবনের থেকেও এতটাই বেশি!
ভিডিওটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতেই এই দুই মহিলাকে নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এই ধরনের আচরণ কোনোভাবেই মেনে নিতে পারছেন না নেট নাগরিকরা। একটুখানি অসাবধানতায় যে কত বড়ো বিপদ হতে পারে, এইধরনের কাজে কতজনের প্রান যায় তা ভেবে শিউরে উঠেছেন সবাই। এই ধরনের কার্যকলাপ কখনোই সমর্থনযোগ্য নয়।