Advertisements

লাল নীল পোশাকে দুর্দান্ত ডান্স পারফরমান্স দুই সুন্দরী যুবতীর, মুহূর্তে ভাইরাল ভিডিও

Advertisements

সোশ্যাল মিডিয়াতে হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিনিয়ত তবে তার মধ্যে প্রতিভামূলক ভিডিওর সংখ্যা বেশী। কারো রয়েছে অসাধারণ গানের গলা তো কেও দুর্দান্ত ভঙ্গিতে নাচতে পারেন আবার কেউ হয়তো দারুন আবৃত্তি করবে পারেন আর এই সমস্ত প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছে দিতেন সক্ষম হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। বড় থেকে ছোট সকলেই নিজেদের প্রতিভা সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে আর কোনো প্রতিযোগিতা ছাড়াই ভাইরাল হচ্ছেন এক নিমেষে। নিজেদের প্রতিভার রেকর্ড শেয়ারের মাধ্যমে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন এমন উদাহরন কম নয়।

সম্প্রতি এরকমই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দুই যুবতীকে খোলা চুলে বলিউড গানের তালে ছন্দ মেলাতে দেখা যাচ্ছে। বর্তমানে শিল্পী অকুলের লাল বিন্দি গানটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে সেই গানের সাথে অসাধারণ পারফর্মম্যান্স করেই তাক লাগিয়ে দিয়েছে এই দুই যুবতী।

জানা গেছে মেয়েদুটির নাম সোনাল ও নিকোলে। teamnach নামের একটি অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট হতেই কোটি কোটি মানুষ সেটা দেখে ফেলেছেন। তাদের দূর্দান্ত নাচের ভঙ্গিমায় মুগ্ধ হয়ে গিয়েছেন সবাই। প্রায় 11000 মানুষ সেটার প্রশংসা করেছেন। লক্ষাধিক লাইক মিলেছে। ভিডিওটি 2020 সালের হলেও বর্তমানে পুনরায় ভাইরাল হয়েছে।

এভাবেই বহু অনামী প্রতিভাবান শিল্পীরা বিশ্বের সামনে নিজেদের প্রতিভা প্রদর্শন করে যোগ্য সম্মান পাচ্ছে। সোশ্যাল মিডিয়া এভাবেই পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে থাকা প্রতিভাবান ব্যক্তিদের সকলের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছে।

Related Articles