Advertisements

ক্লাসের ফাঁকে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে অসাধারণ নাচ দুই ডাক্তারি পড়ুয়ার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

যেকোনো মহামারি হোক বা অন্যকিছু মানুষের জীবন নিয়ে প্রশ্ন এলেই নিজেদের জীবন বিপন্ন করেও দেশ ও দশের স্বার্থে কাজ করে চলেন তারা। পুজো বা অন্য উৎসবে যখন বাকি মানুষরা আনন্দে সামিল হন তখন তাদের দিন কাটে মানুষদের সেবায়। ডাক্তার হোক বা মেডিক্যাল পড়ুয়া কাজ ও পড়াশোনার ফাকে নিজেদের জীবন উপভোগ করতে সময় পাননা তারা। তাদেরও অনেক সুপ্ত গুন যা আড়ালে চলে যায় পড়াশোনা ও কাজে চাপে।

কিন্তু কখনো ভেবে দেখেছি কি যে তাদেরও ইচ্ছে হতে পারে একটু বিশ্রাম নিতে একটু আনন্দে সামিল হতে। জীবনকে নিজের মতো করে উপভোগ করতে। এবার ওতো ব্যস্ততার মাঝেও যেভাবে দুই মেডিক্যাল পড়ুয়া আনন্দ খুজে নিল আর পাশাপাশি নিজেদের প্রতিভা প্রদর্শন করলো তা দেখে মুগ্ধ হয়ে গেলেন সবাই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুই ডাক্তারি পড়ুয়া বনি এম এর রাসপুতিন গানের তালে অসম্ভব সুন্দর ভাবে নাচ করছেন। বায়োএথিক্স এর গবেষক অনন্ত ভান এই এই ভিডিওটি শেয়ার করে পড়ুয়া দুজনের পরিচয় দিয়েছেন। ভিডিওতে উপস্থিত এই দুই ডাক্তারি পড়ুয়া হলেন জানকি ও নবীন। তাদের এই স্টাইলিস নাচ, এক্সপ্রেশন দেখলেই বোঝা যাবে তারা নাচে কতটা দক্ষ।

নবীন নামক এই ডাক্তারি পড়ুয়া প্রথমে ভিডিওটি নিজের ইনস্টাগ্রামের শেয়ার করেছিলেন। জানা যায় নাচটি কোরিওগ্রাফি করেছেন তারা নিজেই। আর মাত্র কুড়ি মিনিটের মধ্যে নাচটি প্র্যাকটিস করে পরিবেশন করে তারা। আর তারপরেই বাজিমাত। এমন সুন্দর নাচ দেখে অবাক হয়ে যান সবাই। আর ডাক্তারি পড়ুয়াদের এই নাচটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related Articles