অফবিট

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা পশ্চিমবঙ্গের সেরা ১০ টি ভ্রমণ স্থল, দেখুন ভিডিও

Advertisement
Advertisement

“বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপর একটি শিশির বিন্দু” কবি যথার্থই বলেছেন। আমরা সময় পেলেই বাইরে ঘুরতে যাওয়ার ছক কষি অথচ আমাদের চোখের সামনেই এত সুন্দর ভ্রমনের স্থান আছে যা হয়তো জানিনা।

করোনা আবহে ভ্রমনপিপাসু ব্যক্তিরা যথেষ্ট মুষড়ে পড়েছেন তাই আজ তাদের জন্য রাজ্যের মধ্যে এমন কয়েকটি জায়গায় সম্ভার নিয়ে আসা হয়ে যা মন ভালো করে দেবে।

মায়াপুর- নদীয়া জেলার মায়াপুর একটি বিখ্যাত ভ্রমণ স্থান। ইসকন মন্দির এর পাশাপাশি রয়েছে প্রচুর দর্শনীয় স্থান।

মুর্শিদাবাদ- ইতিহাস রাজ রাজাদের কাহিনীতে ঠাসা মুর্শিদাবাদ। হাজারদুয়ারি কাঠগোলা বাগান নানা দর্শনীয় ঐতিহাসিক স্থান রয়েছে এখানে।

শান্তিনিকেতন- যারা শান্ত মনোরম পরিবেশ খুঁজছেন তাদের জন্য শান্তিনিকেতন দারুন জায়গা। বীরভূম জেলার বোলপুর এ অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের এই শান্তিনিকেতন প্রকৃতি ঘেরা।

কোচবিহার- প্রতি বছর শীতের সময় কোচবিহারের রাজবাড়ি দেখতে বহু দর্শনার্থীর সমাগম হয়। তাই ভ্রমণপিপাসু হলে চলে আসুন এখানে।

দার্জিলিং- যারা পাহাড়ের মনের শান্তি খুঁজে পায় নিস্তব্ধতার মাঝে প্রাণ ফিরে পান তাদের জন্য পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য এলাকা দার্জিলিং অন্যতম জায়গা। নানা রকম ভ্রমণ এর জায়গা নিয়ে সমৃদ্ধ দার্জিলিং।

সুন্দরবন- দক্ষিণ 24 পরগনা সুন্দরবন অন্যতম আকর্ষণীয় জায়গা। শহরের কোলাহল দূরে সরিয়ে প্রকৃতির সান্নিধ্য লাভ করতে সুন্দরবন দিরুন জায়গা। রোমাঞ্চ ও ভালোলাগার সমন্বয় ঘটবে।

ডুয়ার্স- বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট থেকে জয়ন্তী কিংবা পাগলাঝোরা সমস্তটাই আকর্ষণের জায়গা। এছাড়াও রয়েছে প্রানের কেন্দ্র কলকাতা। ভিক্টোরিয়া মেমোরিয়াল মিউজিয়াম কি নেই সেখানে। অপরদিকে চলে যেতে পারেন বাঁকুড়া, সেখানে মুকুটমণিপুর পাহাড় থেকে টেরাকোটা মন্দির শুশুনিয়া পাহাড় বা কংসাবতী নদী সবেই খুজে পাবেন নির্মল আনন্দ।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles