অফবিট

২৭ জন বউ-এর গর্ভে ১৫০ সন্তানের জন্ম দিলেন এই ব্যক্তি, ফাঁস হল বহুকামী এই পরিবারের গোপন কেচ্ছা

Advertisement
Advertisement

পরিবারে দেড়শো জন সন্তান-সন্ততি, তাদের মা ২৭ জন, বাবা কিন্তু একজনই। অবাক হওয়ার কিছু নেই, কারণ যে পরিবারের কথা বলা হচ্ছে সেটি কানাডার বিখ্যাত বহুগামী ব্যক্তি উইনস্টন ব্ল্যাকমোর-এর পরিবার। ৬৪ বছর বয়সী এই ব্যক্তির আপাতত ২৭ জন স্ত্রী এবং দেড়শো জন সন্তান-সন্ততি। সবমিলিয়ে এত বড় পরিবারকে নিয়ে চলতে অসুবিধা হয় কিনা, বা এত বড় পরিবারের সবাই কিভাবে মিলে মিশে রয়েছে, তা নিয়ে মুখ খুললেন পরিবারের দুই সদস্য।

কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাউন্টিফুলে এই পরিবারের বিশাল বাড়ি। সেই পরিবারের এক সদস্য ১৯ বছর বয়সী মার্লিন ভাগ করলেন তার অভিজ্ঞতা। তিনি ছাড়াও পরিবারের আর দুই সদস্য ওয়ারেন এবং মুরারি বললেন নিজেদের পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার অভিজ্ঞতা। তারা জানালেন, এত জনের সঙ্গে থাকা যেমন মজার তেমনই অস্বস্তির। পরিবারের কারও জন্মদিন কিভাবে পালন করা হয়, কিভাবে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে তুলে ধরা হয় তা সত্যিই এক লক্ষণীয় বিষয় বটে।

তারা ছোটবেলা থেকে পড়ে এসেছেন একটি স্কুলে, এবং স্কুলের মালিক তাদের বাবা উইনস্টন। নিজের পরিবারের এতজন সদস্যের জন্য বাজার করা রীতিমতো সমস্যার ব্যাপার। তাই জন্য তাদের বাড়ির ভিতরে রয়েছে গার্ডেন, সেখানেই সমস্ত সবজি চাষ হয়। মার্লিন আরো জানালেন, পরিবারের সব থেকে বড় সন্তানের বয়স আপাতত ৪৪ বছর এবং সবথেকে ছোট সন্তানের বয়স এক বছর। প্রত্যেকে তাদের গর্ভধারিনী মাকে ‘মাম’ বলে ডাকেন এবং বাকি মায়েদের ডাকেন ‘মাদার’ বলে। এমনকি পরিবারে একই দিনে দুই সন্তানের জন্মের উদাহরণ রয়েছে যাদের বাবা এক হলেও আলাদা গর্ভধারিণী।

এত বড় পরিবারের সবার সাথে মিলেমিশে থাকার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরলেন পরিবারের সদস্যরা। তারা এটাও জানালেন, পরিবারের এতজন সদস্য, তাদের সাথে থাকতে গিয়েই বাইরের কারো সাথে বন্ধুত্ব তেমন ভাবে গড়ে ওঠেনি। তারা এটাও জানালেন, এই বিশাল পরিবারের সদস্যরা কিন্তু আলাদা বাড়িতে থাকেন না। তারা একটি বাড়িতেই থাকেন। বাড়িটি রাজপ্রাসাদের মতোই এবং তার নাম ‘মোটেল হাউস’।

Related Articles