Advertisements

ভিডিও- চলন্ত বাইকে উল্টো হাতে দুর্দান্ত কেরামতি, যুবকদেরও হার মানাবেন এই বৃদ্ধ

Advertisements

কেউ নাচে পারদর্শী কারোর গানের সুরের স্রোতে ভেসে যান সবাই কারো আবার তুলির ছোয়ায় প্রান পায় ছবি কিংবা কেউ নতুন আবিষ্কার করে রেকর্ড গড়েন। একেক জনের একেক রকম প্রতিভা। কেউ কারোর থেকে কম নয়।

সবকিছুর যেন এক ঠিকানা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। কি নেই এখানে অদ্ভুত অবিশ্বাস্য খবর থেকে শুরু করে নানান প্রতিভার সমাহার। আবার কিছু বিরল প্রতিভা দেখলে তাজ্জব হয়ে যেতে হয়। এই কারনেই নিজেদের প্রতিভার জেরে সাধারন মানুষ হয়ে উঠছে স্টার। তারাও ভাইরাল হয়ে যাচ্ছেন এক নিমেষে।

সোশ্যাল মিডিয়ায় সাইটগুলো খুললেই একরাশ প্রতিভা নজরে আসে‌। এই দিক থেকে দেখতে গেলে শুধুমাত্র যুবক-যুবতী বা বাচ্চারা এগিয়ে নেই তাদের সাথে পাল্লা দিচ্ছে বয়স্করাও। কিছুদিন আগেই এক চাকার বাইকে স্টান্ট করে ভাইরাল হয়েছিল এক যুবক। আজকাল বাইকের উন্মাদনা সকলের কাছে অত্যন্ত প্রিয়। তাইতো বাইকারদের নানান ভিডিও ভাইরাল হতে দেখা যায়। তবে এবার এক বয়স্ক ব্যক্তি বাইক নিয়ে যে স্টান্ট দেখালেন তা দেখে অবাক হলেন সবাই।

ভিডিওটিতে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি উল্টোদিকে বাইক চালাচ্ছেন। অর্থ্যাৎ বাইকের সিট এর উল্টো দিকে বসে বাইক কন্ট্রোল করছেন। কোন রকম ভয় ছাড়াই বেশ দক্ষ ভাবেই উল্টো দিকে বসে বাইক চালাচ্ছেন তিনি। এই বয়সেও এরকম দুঃসাহসিক স্টান্ট করতে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। বৃদ্ধটির এই প্রতিভা নজর কেড়েছে। সৌরভ ডান্ডতিয়া নামক এক ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে এই ভিডিওটি প্রকাশ্যে আস্তে 1 লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।

Related Articles