ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল সবচেয়ে সস্তার ইলেকট্রিক গাড়ি, কম দামে দুর্দান্ত ফিচারস দিচ্ছে এই কোম্পানি

ভারতের বাজারে একের পর এক চমক বৈদ্যুতিক গাড়ির। তবে এবার Tata Tiago EV-কে টেক্কা দিয়ে সবচেয়ে সস্তায় লঞ্চ করল MG Comet EV। মোট তিনটি ভ্যারিয়েন্টে বাজারে লঞ্চ করেছে এই নতুন বৈদ্যুতিক মডেলের গাড়ি। যার মূল্য তুলে Tata Tiago EV-এর তুলনায় ২ লক্ষ টাকা কম। চলুন দেরি না করে সবচেয়ে সস্তার এই নতুন ইলেকট্রিক গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
MG Comet EV-এর ব্যাটারি, রেঞ্জ সম্পর্কে জানা গিয়েছে এই বৈদ্যুতিক গাড়িতে রয়েছে একটি ১৭.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। যা একবার চার্জে রেঞ্জ প্রদান করবে ২৩০ কিলোমিটার। একটি রেগুলার এসি চার্জার দ্বারা এই ব্যাটারি ৭ ঘন্টা সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে। এছাড়াও এতে দেওয়া হয়েছে একটি ইলেকট্রিক মোটর। যার আউটপুট ৪২ বিএইচপি এবং ১১০ এনএম টর্ক।
ফিচার্স প্রসঙ্গে জানা গিয়েছে, এমজি কমেট ইভিতে রয়েছে ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে, ওটিএ আপডেট, তিনটি ড্রাইভিং মোড – ইকো, নরমাল ও স্পোর্ট। এর পাশাপাশি এতে দেওয়া হয়েছে টুইন স্ক্রিন। যার মধ্যে একটি ইনফোটেনমেন্ট সিস্টেম এবং অপরটি ব্যবহৃত হয় ইন্সট্রুমেন্টেশনের জন্য। সুরক্ষার জন্য এই গাড়িটিতে দেওয়া হয়েছে ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, রিয়ার পার্কিং ক্যামেরা সহ রিভার্স পার্কিং সেন্সর, টিপিএমএস ইত্যাদি।
Pace, Play ও Plush মোট তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ এই এমজি কমেট ইভি। যাদের মূল্য এক্স শোরুম থেকে ৭.৯৮ লক্ষ টাকা, ৯.২৮ লক্ষ টাকা ও ৯.৯৮ লক্ষ টাকা। তবে প্রত্যেকটি প্রাথমিক দাম হিসেবে ধার্য করা হয়েছে। যা কেবল প্রথম ৫০০০ ক্রেতা এই দামে গাড়িটি কিনতে পারবেন।
এমজি কমেট ইভি গাড়িটি বাইব্যাক প্রোগ্রাম সহ অফার করছে। যার আওতায় ক্রেতারা তিন বছর ব্যবহার করে গাড়িটি ফেরত দিতে পারবেন। তবে সেক্ষেত্রে সংস্থা ক্রেতাদের এক্স শোরুম দামের ৬০ শতাংশ ফেরত দেবে। জানা যাচ্ছে আগামী ১৫ ই মে থেকে শুরু হবে এই কমেট ইভির বুকিং। যার ডেলিভারি চালু হবে ২২ তারিখ থেকে।