ক্ষুধার্ত কুকুর ছানাদের পরম স্নেহে দুধ পান করাচ্ছে গো-মাতা, ভাইরাল মাতৃত্বের ভিডিও

মা এই শব্দটা শুনলেই যেন এক আকাশ ভালোবাসার কথা মাথায় আসে। মায়ের আলিঙ্গন সব চেয়ে নির্ভরতার স্থান যেকোনো সন্তানের কাছে। মনুষ্য জাতি হোক বা অন্যান্য প্রাণী মায়ের স্নেহ ভালোবাসা অনুভব করতে পারে সকল প্রানী। কিন্তু জন্মের পর যদি সেই মা না থাকে তাহলে প্রতিমুহূর্তে কষ্ট পেতে হয়, তারা হয়ে যায় অনাথ।
এখানেও এই এক ঘটনা ঘটেছে। কুকুরছানাদের জন্ম দেওয়ার পরে মৃত্যু হয়েছে কুকুর মায়ের। আর এরফলে কুকুর ছানাদের পুষ্টির জন্য যে মাতৃদুগ্ধ প্রয়োজন হয় তাও তারা পাচ্ছেনা। আবার সদ্য কুকুরছানাদের বাইরের দুধ দিলে সমস্যাও হতে পারে। এইমুহুর্তে কুকুরছানাদের খিদে মেটাতে সাহায্য করেছে আরেক মা-অর্থাৎ এক গো মাতা।
আসলে অন্য গোত্রের প্রানী হলেও মাতৃত্বের কোনো আলাদা গোত্র হয়না। আলাদা আলাদা প্রানীর থেকেও প্রধান হয়ে ওঠে মা সন্তানের সম্পর্ক। তাইতো এখানে দেখা যাচ্ছে এক মা অন্য এক প্রানীর খিদে মেটাচ্ছে। গো মাতার সেই মায়ের রূপই ধরা পড়লো এবার।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মা হারা কুকুরছানাগুলিকে পরম স্নেহে কোলে টেনে নিয়েছে এক গরু। গরুর বাটে মুখ দিয়ে এই দুগ্ধ পান করছে কুকুরছানারা। এই অনাথ কুকুরছানারাও যেন এক মা খুঁজে পেয়েছে।ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। গরু ও কুকুর ছানার মধ্যে মাতৃত্বের এমন নিবিড় বন্ধন হৃদয় স্পর্শ করেছে প্রতিটি নেটিজেনদের।