Advertisements

বিয়ের আসরে সুন্দরী বউয়ের কান্না দেখে তুমুল কান্না যুবকের, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Advertisements

বিয়ের পর রীতি অনুযায়ী সকল মেয়েকেই তার চিরচেনা পরিচিত নিজের বাড়ি ছেড়ে শশুড়বাড়ি এর উদ্দেশ্যে রওনা হতে হয়। সকলকে ছেড়ে অচেনা পরিবেশে দিকে এগোতে থাকে সে। নিজের বাড়ি ছেড়ে অন্যত্র থাকা, সেখানে নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, মা বাবাকে ছেড়ে যাওয়া এসবের জন্য দুঃখ ভয় তো থাকেই আর এই কারনেই শ্বশুরবাড়ি যাওয়ার সময় সকল মেয়েকে কাঁদতে দেখা যায়। এইসময়ে কোনো মেয়েই নিজের আবেগ ধরে রাখতে পারে না।

কিন্তু এবার যে দৃশ্য দেখতে পাওয়া গেল তা হয়তো আগে কেউ কখনো দেখেনি। বিয়ের মরসুমে নানা ধরনের ভাইরাল ভিডিও এতদিন দেখে এসেছে নেটপাড়া। হাসি ঠাট্টা মজার মজার ভিডিও গান নাচ ইত্যাদির দেখা গেছিল পুরো বিয়ের মরসুম জুড়ে। তবে এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা যেন উল্টোপুরান।

সাম্প্রতিক বিয়েবাড়ির ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে বিদায়ের সময় নতুন বর আর বউ দুজনই অঝোরে কেঁদে চলেছে। সচরাচর শশুর বাড়ি যাওয়ার সময় কনেকেই কাঁদতে দেখা যায় কিন্তু এখানে বরকেও কাদতে দেখা যাচ্ছে। তবে এর কারন কি তা জানা যায়নি।

অনেকেই ধারনা করছেন যে অনেকদিনের ভালোবাসা হয়তো সার্থক হয়েছে পূর্ণতা পেয়েছে তাই বর কাদছে আবার অনেকে বলছেন বউয়ের কষ্ট হয়তো সহ্য করতে পারছেন না তাই কাঁদছেন। ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে নিমেষে। মজার কমেন্টে ভরে গেছে কমেন্টবক্স।

Related Articles